চলতি বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহে জিম্বাবুয়ের মাটিতে পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।
মঙ্গলবার আসন্ন এ ত্রিদেশীয় সিরিজে সূচি ঘোষণা করা হয়েছে। ১ জুলাই থেকে শুরু হওয়া এ সিরিজ ৮ জুলাই ফাইনাল দিয়ে শেষ হবে।
এদিকে ২০১৪ সালের জুলাইয়ের পর আবারও জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। সর্বশেষ জিম্বাবুয়ে সফরে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলেছিল অসিরা। জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়ার সাথে তৃতীয় দল হিসেবে ছিল দক্ষিণ আফ্রিকা।
আসন্ন টুর্নামেন্ট দিয়েই প্রথমবারের মত জিম্বাবুয়ের মাটিতে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলতে নামবে অস্ট্রেলিয়া। ত্রিদেশীয় সিরিজের সবগুলো ম্যাচই হবে হারারে স্পোটর্স ক্লাব মাঠে।
ত্রিদেশীয় সিরিজ শেষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে ও পাকিস্তান। এমন খবর নিশ্চিত করেছেন জিম্বাবুয়ের ক্রিকেট ম্যানেজিং ডিরেক্টর ফয়সাল হাসনাইন।
তিনি বলেন, ‘আলোচনার কয়েক মাস পর আমরা আনন্দের সাথে নিশ্চিত করতে পারি অস্ট্রেলিয়া-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি আয়োজন করবো আমরা। টি-টোয়েন্টি সিরিজ শেষে পাকিস্তানের সাথে ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে।’
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সূচি :
১ জুলাই : জিম্বাবুয়ে-পাকিস্তান
২ জুলাই : অস্ট্রেলিয়া-পাকিস্তান
৩ জুলাই : জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া
৪ জুলাই : জিম্বাবুয়ে-পাকিস্তান
৫ জুলাই : অস্ট্রেলিয়া-পাকিস্তান
৬ জুলাই : জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া
৮ জুলাই : ফাইনাল।