ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইলের পর টি-টোয়েন্টি ক্রিকেটে আন্তর্জাতিক অঙ্গনের বাইরে ব্যাট হাতে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতকাল টি-টোয়েন্টি ক্রিকেটের চলতি আসরের তৃতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২৭ বলে ৪৩ রানের ইনিংস খেলে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৯ হাজার রান পূর্ণ করেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাককালাম।
কলকাতার বিপক্ষে খেলতে নামার আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাককালামের ক্যারিয়ার পরিসংখ্যান ছিল- ৩২৯ ম্যাচের ৩২৪ ইনিংসে ৮৯৯২ রান। তাই ৯ হাজার রানের কোটা স্পর্শ করতে ৮ রান প্রয়োজন ছিল ম্যাকের। ব্যাঙ্গালুরুর ইনিংসের শুরুতে ৮ রান তুলে নিয়ে ৯ হাজার ক্লাবে প্রবেশ করেন ম্যাককালাম।
টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৯ হাজার পূর্ণ করেন গেইল। বর্তমানে এই ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক তিনি। ৩২৩ ম্যাচের ৩১৬ ইনিংসে ২০টি সেঞ্চুরি ও ৬৭টি হাফ-সেঞ্চুরিতে ৪০ দশমিক ৬৯ গড়ে ১১০৬৮ রান করেছেন গেইল।
৩৩০ ম্যাচের ৩২৫ ইনিংসে ৭টি সেঞ্চুরি ও ৪৭টি হাফ-সেঞ্চুরিতে ৩০ দশমিক ৯৪ গড়ে ৯০৩৫ রান নিয়ে গেইলের পরই আছেন ম্যাককালাম।