দেরি না করে মঙ্গলবার ঢাকা ছাড়ছে পাকিস্তান টি-টোয়েন্টি দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১১ এএম, ২৩ নভেম্বর ২০২১
দেরি না করে মঙ্গলবার ঢাকা ছাড়ছে পাকিস্তান টি-টোয়েন্টি দল

সাধারণত কোন সিরিজ শেষে এক বা দুইদিন পর স্বাগতিক দেশ ত্যাগ করে সফরকারী ক্রিকেট দল। তবে পাকিস্তান ক্রিকেট দল সেটি করছে না। সিরিজ শেষ হওয়ার পরদিনই ঢাকা ত্যাগ করছেন তারা। মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যা দেশের উদ্দেশে ঢাকা ছাড়ছে পাকিস্তান টি-টোয়েন্টি দল।

বিশ্বকাপ শেষে দুবাই থেকে সরাসরি বাংলাদেশে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। এখন আবার বাংলাদেশ থেকে দুবাই হয়ে দেশে ফিরবে তারা। সোমবার (২২ নভেম্বর) পাকিস্তান ক্রিকেট দলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানানো হয়, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বাংলাদেশ ত্যাগ করবে পাকিস্তান টি-টোয়েন্টি দল। বাংলাদেশ থেকে দুবাই হয়ে দেশে ফিরবে পাকিস্তান টি-টোয়েন্টি ক্রিকেটাররা।

এদিকে, ছেলের অসুস্থতার কারণে সিরিজের শেষ টি-টোয়েন্টি না খেলে আগেভাগেই দুবাই গেছেন মালিক। বর্তমানে দুবাইতে মালিকের স্ত্রী সানিয়া মির্জা ও তিন বছর বয়সী সন্তান ইজহান মির্জা মালিক অবস্থান করছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে গত ১৩ নভেম্বর ঢাকায় আসে পাকিস্তান ক্রিকেট দল। এদিকে, পাকিস্তান টি-টোয়েন্টি দল দেশে ফিরলেও রয়ে যাচ্ছে টেস্ট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামের যাবে পাকিস্তান টেস্ট দল।

চট্টগ্রামে ২৬ নভেম্বর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৪ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সিরিজ সেরার পুরষ্কার উঠলো রিজওয়ানের হাতে

সিরিজ সেরার পুরষ্কার উঠলো রিজওয়ানের হাতে

টি-টোয়েন্টিতে নিজ ঘরে টাইগারদের হোয়াইটওয়াশ লজ্জা

টি-টোয়েন্টিতে নিজ ঘরে টাইগারদের হোয়াইটওয়াশ লজ্জা

শোয়েব মালিক ঢাকা ছাড়ার কারণ ছেলে অসুস্থ

শোয়েব মালিক ঢাকা ছাড়ার কারণ ছেলে অসুস্থ

হাঁটু প্রতিস্থাপন, দৌড়াতে পারবেন না শোয়েব আকতার

হাঁটু প্রতিস্থাপন, দৌড়াতে পারবেন না শোয়েব আকতার