ঘরের মাঠে টি-টোয়েন্টিতে প্রথম হোয়াইটওয়াশের সামনে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫২ এএম, ২২ নভেম্বর ২০২১
ঘরের মাঠে টি-টোয়েন্টিতে প্রথম হোয়াইটওয়াশের সামনে বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই হেরে পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের মুখে বাংলাদেশ ক্রিকেট দল। তবে নিজ মাঠে হোয়ইটওয়াশের লজ্জা এড়াতে সিরিজের শেষ ম্যাচে জয় পেতে চায় টাইগাররা। অন্যদিকে, সর্বশেষ সফরে সিরিজ হারের প্রতিশোধটা হোয়াইটওয়াশ দিয়েই নিতে চায় সফরকারী পাকিস্তান।

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে সোমবার (২২ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।

সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে পরাজিত হলেও প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে লড়াই করতে পারেনি টাইগাররা। ৮ উইকেটে ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিস্তান।

জয়ের ধারায় ফিরতে ব্যর্থ হলে টি-টোয়েন্টি ফরম্যাটে ঘরের মাঠে একাধিক ম্যাচ সিরিজে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের লজ্জা পাবে বাংলাদেশ ক্রিকেট দল।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে সিরিজ জিতলেও সর্বশেষ টানা সাত টি-টোয়েন্টিতে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। যদিও এ ফরম্যাটে বাংলাদেশের তৃতীয় দীর্ঘতম হারের ধারা এটি।

২০০৭-২০১০ পর্যন্ত দীর্ঘতম টানা ১২ ম্যাচ হেরেছিল বাংলাদেশ। আর দ্বিতীয় সর্বোচ্চ ২০১৬-১৭ সালে টানা আটটি ম্যাচ হেরেছিল বাংলাদেশ। সোমবার যদি পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয় তাহলে যৌথভাবে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ টানা ম্যাচ হারবে টাইগাররা।

বাংলাদেশ এখন পর্যন্ত ১২২টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ৪৩টিতে জয় ও ৭৭ ম্যাচে হেরেছে টাইগাররা। বাকি ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতলেও বাংলাদেশ দলের ব্যাটিং দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতা অব্যাহত ছিল বাংলাদেশের।

বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন, নাসুম আহমেদ, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী, শহিদুল ইসলাম এবং আকবর আলী।

পাকিস্তান দল
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আফিফকে আঘাত করায় আফ্রিদিকে জরিমানা

আফিফকে আঘাত করায় আফ্রিদিকে জরিমানা

ক্রিকেট থেকে বিদায় নিলেন তুষার ইমরান

ক্রিকেট থেকে বিদায় নিলেন তুষার ইমরান

শেষ ম্যাচে দলে ডাক পেলেন ইমন-কামরুল রাব্বি

শেষ ম্যাচে দলে ডাক পেলেন ইমন-কামরুল রাব্বি

শতভাগ দিয়েও পারছে না দল : মাহমুদউল্লাহ

শতভাগ দিয়েও পারছে না দল : মাহমুদউল্লাহ