আবারও টস জয়, আবারও ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৮ এএম, ২১ নভেম্বর ২০২১
আবারও টস জয়, আবারও ব্যাটিংয়ে বাংলাদেশ

সফরকারী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতেছে বাংলাদেশ। টস জিতে প্রথম ম্যাচের ন্যায় এবার প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া বাংলাদেশ একই একাদশ নিয়ে খেললেও পাকিস্তানের একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে।

সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ১২৭ রানের সংগ্রহ গড়ে ৪ উইকেটে হারের স্বাদ নিয়েছে বাংলাদেশ। ফলে দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ রক্ষায় বাঁচা-মারার ম্যাচ। অন্যদিকে, পাকিস্তানের জন্য সিরিজ জয়ের মিশন।

প্রথম ম্যাচে হারের পরও দ্বিতীয় ম্যাচে আবারও প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার প্রসঙ্গে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, উইকেট দেখে ঠিক পরিষ্কার ছবি পাচ্ছেন না। তবে ব্যাটিংয়ের জন্য ভালো হবে বলে ধারণা। জয়ের জন্য আগে ব্যাট করে ভালো স্কোর গড়তে হবে।

মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাট করার সিদ্ধান্ত নিলেও ভিন্ন কথা বলছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টস শেষে তিনি জানান, টস জিতলে তিনি আগে বোলিং করতেন।

এদিকে, প্রথম ম্যাচ থেকে বাংলাদেশের একাদশে কোন পরিবর্তন আনা না হলেও পাকিস্তানের একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। প্রথম ম্যাচে খেলা ম্যাচ সেরা হাসান আলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার পরিবর্তে একাদশে ঢুকেছেন বাঁহাতি ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি।

বাংলাদেশ একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান

পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হায়দার আলি, শোয়েব মালিক, খুশদিল শাহ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলি, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশিদের হাতে পাকিস্তানি পতাকা, মাশরাফির হৃদয়ে রক্তক্ষরণ

বাংলাদেশিদের হাতে পাকিস্তানি পতাকা, মাশরাফির হৃদয়ে রক্তক্ষরণ

বিপ্লবকে বোলিং না করানোর কারণ জানালেন মাহমুদউল্লাহ

বিপ্লবকে বোলিং না করানোর কারণ জানালেন মাহমুদউল্লাহ

জয়ের আশা জাগিয়ে হারের স্বাদ পেল বাংলাদেশ

জয়ের আশা জাগিয়ে হারের স্বাদ পেল বাংলাদেশ

ম্যাচসেরা হওয়া কঠোর পরিশ্রমের ফল : হাসান আলি

ম্যাচসেরা হওয়া কঠোর পরিশ্রমের ফল : হাসান আলি