নিউজিল্যান্ডকে কাঁদিয়ে অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি শিরোপা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৫ পিএম, ১৫ নভেম্বর ২০২১
নিউজিল্যান্ডকে কাঁদিয়ে অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি শিরোপা

কেন উইলিয়ামসনের রেকর্ড গড়া ব্যাটিংয়ে বড় সংগ্রহই গড়েছিল নিউজিল্যান্ড। তবে ওপেনার ডেভিড ওয়ার্নারের পর মিচেল মার্শের ব্যাটে অসহায় ছিল নিউজিল্যান্ডের বোলাররা। ফিফটির পর ওয়ার্নার চলে গেলেও বাকি কাজটুকু সহজেই সারেন মার্শ। উইলিয়ামসন-মাটিন গাপটিলদের কাঁদিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি শিরোপা নিজেদের করেন নেন অ্যারন ফিঞ্চরা।

রোববার (১৪ নভেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টস ভাগ্যেও জয় পায় অস্ট্রেলিয়া। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড।

ব্যাট করতে নেমে অধিনায়ক কেন উইলিয়ামসনের দুর্দান্ত ব্যাটিংয়ে ৪ উইকেটে ১৭২ রানের বড় সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। ব্যাট হাতে ৪৮ বলে ৮৫ রানের ইনিংস খেলেন উইলিয়ামসন। টি-টোয়েন্টি বিশ্বকাপে যেকোন অধিনায়কের এটি সর্বোচ্চ ব্যক্তি রানের রেকর্ড।

১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ বল বাকি রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো শিরোপা জয়ের উল্লাসে মাতেন অ্যারন ফিঞ্চরা। ওয়ানডে বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া হাতে এবার উঠলো টি-টোয়েন্টির শিরোপা।

শিরোপা জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানেই অধিনায়ক অ্যারন ফিঞ্চ (৫) সাজঘরে ফিরলেও অপর ওপেনরা ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শের দুর্দান্ত ব্যাটিংয়ে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।

ইনিংসের তৃতীয় ওভারে ফিঞ্চ আউট হলেও দলকে সেই ধাক্কা বুঝতেই দেননি ওয়ার্নার এবং মার্শ। ফিফটি করার পর ইনিংসের ১৩তম ওভারে ওয়ার্নার (৫৩) চলে গেলে বাকি কাজটুকু সারেন মার্শ। ৩৮ বলে ৪টি চার এবং ৩ ছক্কায় এ রান করে ওয়ার্নার।

ওয়ার্নার চলে যাওয়ার পর গ্লেন ম্যাক্সওয়েলকে সাথে নিয়ে দলকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি শিরোপার স্বাদ এনে দেন মার্শ। ৫০ বলে অপরাজিত ৭৭ রানের ইনিংস খেলে মার্শ পেয়েছেন ম্যাচ সেরা পুরস্কার। অন্যপ্রান্তে ১৮ বলে ২৮ রানে অপরাজিত ছিলেন ম্যাক্সওয়েল।

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ২০ ওভারে ১৭২/৪ (গাপটিল ২৮, উইলিয়ামসন ৮৫, ফিলিপস ১৮, নিশাম ১৩*; হেইজেলউড ৪-০-১৬-৩, ম্যাক্সওয়েল ৩-০-২৮-০, কামিন্স ৪-০-২৭-০, জ্যাম্পা ৪-০-২৬-১)।

অস্ট্রেলিয়া : ১৮ দশমিক ৫ ওভারে ১৭৩/২ (ওয়ার্নার ৫৮, ফিঞ্চ ৫, মার্শ ৭৭*, ম্যাক্সওয়েল ২৮*; বোল্ট ৪-০-১৮-২, স্যান্টনার ৩-০-২৩-০, নিশাম ১-০-১৫-০)।

ফলাফল : অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী
ম্যাচ সেরা : মার্চেল মার্শ (অস্ট্রেলিয়া)
টুর্নামেন্ট সেরা : ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রোড টু ফাইনাল : নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া

রোড টু ফাইনাল : নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া ম্যাচের আগে আইসিইউতে ছিলেন রিজওয়ান

অস্ট্রেলিয়া ম্যাচের আগে আইসিইউতে ছিলেন রিজওয়ান

ব্যর্থ বিশ্বকাপ শেষে বার্তা দিলেন কোহলি

ব্যর্থ বিশ্বকাপ শেষে বার্তা দিলেন কোহলি

প্রকম্পিত দেশের ক্রিকেট, ধীরে চলার নীতিতে খালেদ মাহমুদ

প্রকম্পিত দেশের ক্রিকেট, ধীরে চলার নীতিতে খালেদ মাহমুদ