রোড টু ফাইনাল : নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৫ এএম, ১৫ নভেম্বর ২০২১
রোড টু ফাইনাল : নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া

দুবাইয়ে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল দিয়ে পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপ সপ্তম আসর। সংযুক্ত আরব আমিরাত ও ওমানে ১৬ দলকে নিয়ে ১৭ অক্টোবর (রোববার) শুরু হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াই।

প্রাথমিক পর্বের আটদল নিয়ে শুরু হয় এবারের বিশ্বকাপ। সেখান থেকে সেরা চার দল সুপার টুয়েলভ পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের সেরা আট দলের সঙ্গে প্রাথমিকপর্বের উন্নীত চার দল নিয়ে শুরু হয় সুপার টুয়েলভ।

দুই গ্রুপে বিভক্ত হয়ে সুপার টুয়েলভ পর্বের সব ম্যাচই অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে। ১২ দলের মধ্যে শিরোপার জন্য ফাইনালের মঞ্চে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। দু’দলের কেউই এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি। অর্থাৎ যে দলই জিতুক তারাই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ী হবে।

সুপার টুয়েলভ থেকেই যাত্রা শুরু করেছিল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এবারের আসরে রোড টু ফাইনাল।

নিউজিল্যান্ড
সুপার টুয়েলভ ম্যাচ-১ : পাকিস্তানের কাছে ৫ উইকেটে হার
সুপার টুয়েলভ ম্যাচ-২ : ভারতের বিপক্ষে ৮ উইকেটে জয়
সুপার টুয়েলভ ম্যাচ-৩ : স্কটল্যান্ডের বিপক্ষে ১৬ রানে জয়
সুপার টুয়েলভ ম্যাচ-৪ : নামিবিয়ার বিপক্ষে ৫২ রানে জয়
সুপার টুয়েলভ ম্যাচ-৫ : আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটে জয়

সেমি-ফাইনাল : ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে জয়

অস্ট্রেলিয়া
সুপার টুয়েলভ ম্যাচ-১ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে জয়
সুপার টুয়েলভ ম্যাচ-২ : শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে জয়
সুপার টুয়েলভ ম্যাচ-৩ : ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হার
সুপার টুয়েলভ ম্যাচ-৪ : বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটে জয়
সুপার টুয়েলভ ম্যাচ-৫ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে জয়

সেমি-ফাইনাল : পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে জয়

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

উপেক্ষিত হলেই সেরা ফর্মে ফেরেন জাম্পা

উপেক্ষিত হলেই সেরা ফর্মে ফেরেন জাম্পা

টি-টোয়েন্টি বিশ্বকাপ : ফাইনালের ম্যাচ অফিসিয়াল চূড়ান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ : ফাইনালের ম্যাচ অফিসিয়াল চূড়ান্ত

অস্ট্রেলিয়া ম্যাচের আগে আইসিইউতে ছিলেন রিজওয়ান

অস্ট্রেলিয়া ম্যাচের আগে আইসিইউতে ছিলেন রিজওয়ান

অধিনায়কত্ব চালিয়ে যেতে চান মরগান

অধিনায়কত্ব চালিয়ে যেতে চান মরগান