মুখোমুখি লড়াইয়ে অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪২ এএম, ১২ নভেম্বর ২০২১
মুখোমুখি লড়াইয়ে অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে পাকিস্তান

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ফাইনালিস্ট পেয়ে গেছে ক্রিকেট বিশ্ব। শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে নিউজিল্যান্ড ফাইনালে পা রাখার পর এবার অপেক্ষা দ্বিতীয় ফাইনালিস্টের। আসরের দ্বিতীয় সেমি-ফাইনালে আজ বৃহস্পতিবার মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।

টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে এগিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে অপ্রতিরুদ্ধ হয়ে উঠেছে পাকিস্তান। চলমান বিশ্বকাপে সুপার টুয়েলভের পাঁচ ম্যাচের সবগুলোতেই জয় পাওয়া একমাত্র দল তারা।

এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বেশি জয়ের রেকর্ড পাকিস্তানের দখলে। ২৩ বারের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের জয় ১২টি। আর অসিদের জয় ৯টি। বাকি ১টি করে টাই ও পরিত্যক্ত ম্যাচ রয়েছে।

তবে বিশ্বকাপের মঞ্চে সমান জয় ও হার সামনে সমান পাকিস্তান-অস্ট্রেলিয়া। ছয়বারের দেখায় তিনটি করে সমান জয় রয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের। এবার যারা জিতবে তারা এগিয়ে যাবে।

২০০৭ সালে প্রথম বিশ্বকাপে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।
২০১০ সালে তৃতীয় বিশ্বকাপে দু’বার মুখোমুখি হয় পাকিস্তান ও অস্ট্রেলিয়া। দু’বারই জয় পায় অসিরা। গ্রুপ পর্বে ৩৪ রানে এবং সেমি-ফাইনালে ৩ উইকেটে জিতে অস্ট্রেলিয়া। ২৪ বলে অনবদ্য ৬০ রান করে পাকিস্তানকে নিশ্চিত জয় থেকে বঞ্চিত করেন মাইকেল হাসি।

২০১২ সালে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়াকে ৩২ রানে হারায় পাকিস্তান। ২০১৪ সালে পরের আসরেও জয় পেয়েছিল পাকিস্তান। সেবার ১৬ রানে জিতে পাকিরা। আর সর্বশেষ ২০১৬ সালে সুপার টেনের গ্রুপ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২১ রানের জয় ছিল অস্ট্রেলিয়ার।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অধিনায়কত্ব চালিয়ে যেতে চান মরগান

অধিনায়কত্ব চালিয়ে যেতে চান মরগান

সেমি-ফাইনালে অনিশ্চিত পাকিস্তানের মালিক-রিজওয়ান

সেমি-ফাইনালে অনিশ্চিত পাকিস্তানের মালিক-রিজওয়ান

রুদ্ধশ্বাস লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

রুদ্ধশ্বাস লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

সেমি-ফাইনাল পরিচালনায় অফিসিয়ালদের নাম জানালো আইসিসি

সেমি-ফাইনাল পরিচালনায় অফিসিয়ালদের নাম জানালো আইসিসি