টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটারদের র্যাংকিংয়ে ব্যাপক রদবদল হয়েছে। বিশ্বকাপে ভারতকে এগিয়ে নিতে ব্যর্থ হওয়া অধিনায়ক বিরাট কোহলি নেমে গেছেন অস্টম স্থানে। আর শীর্ষে রয়েছেন বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বাধিক রান সংগ্রহকারী পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
সংযুক্ত আরব আমিরাতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব শেষে বুধবার (১০ নভেম্বর) এ ফরম্যাটে ব্যাটারদের র্যাংকিং হালনাগাদ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
৮৩৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আরও টুর্নামেন্টে এখন পর্যন্ত বড় কোন স্কোর গড়তে না পারলেও তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান।
এছাড়া ধারবাহিক পারফর্মেন্সের মাধ্যমে একলাফে তালিকার তৃতীয় অবস্থানে পৌঁছে গেছেন দক্ষিণ আফ্রিকার তরুণ আইডেন মার্করাম। চতুর্থ স্থানে নেমে গেছেন অস্ট্রেলিয় অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
সদ্য প্রকাশিত র্যাংকিংয়ে বড় কিছু অর্জন করেছেন ভারতীয় ব্যাটার কেএল রাহুল। ভারতের সহ-অধিনায়ক নির্বাচিত হওয়া এ ব্যাটার সুপার টুয়েলভ পর্বে তিনটি হাফ-সেঞ্চুরি হাকানোর পুরস্কার হিসেবে ওঠে গেছেন তালিকার পঞ্চম স্থানে।
ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৯৪ রান সংগ্রহের পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডুসেন। ৬৬৯ রেটিং পয়েন্ট পেয়ে তিনি প্রথমবারের মতো জায়গা পেয়েছেন শীর্ষ দশে।
বোলিং বিভাগে ৭৯৭ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরাঙ্গা। শীর্ষ তিনে পরের অবস্থানে রয়েছেন যথাক্রমে দক্ষিণ আফ্রিকার তাবরইজ শামসি ও ইংল্যান্ডের আদিল রশিদ।
মজার বিষয় হচ্ছে বোলিং তালিকার শীর্ষ ছয়ে একচ্ছত্র আধিপত্য স্পিনারদের। যেখানে চতুর্থ অবস্থানে রশিদ খান, পঞ্চম অবস্থানে এডাম জাম্পা ও ষষ্ঠ স্থানে আসন গেড়েছেন মুজিব উর রহমান। তালিকার শীর্ষ দশে স্থান হয়নি কোন ভারতীয় বোলারের।
অলরাউন্ডার তালিকার শীর্ষে রয়েছেন আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবি। তার রেটিং পয়েন্ট ২৬৫। ২৬০ পয়েন্ট নিয়ে এর পরের অবস্থানে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তালিকার তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কার হাসরাঙ্গা ও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]