নিরাপত্তা ইস্যুতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে সুর মিলিয়ে পাকিস্তান সফর স্থগিত করেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের আগে বোর্ডের এমন সিদ্ধান্ত যে ভুল ছিল তা কয়েকদিন পরেই অবশ্য স্বীকার করেছিল ইংলিশরা। তারই ফলস্রুতিতে এবার পাকিস্তানকে খুশি করছে ইংল্যান্ড। ২০২২ সালে পাকিস্তান সফরে গিয়ে ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংলিশরা।
সফরে গিয়েও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড কোন ম্যাচ না খেলে পাকিস্তানের বিপক্ষ সিরিজ স্থগিত দেশে চলে যায়। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের এমন আচরণে শঙ্কিত হয়ে ইংল্যান্ড ক্রিকেট দলও পাকিস্তান সফর স্থগিত করে। বিশ্বকাপের আগে ইংল্যান্ড ক্রিকেট দলের পাকিস্তান সফরে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল।
বিষয়টি নিয়ে পকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন সভাপতি রমিজ রাজা নানা হুমকির কথাও শুনিয়েছেন। তবে প্রতিশোধ নেওয়ার সবচেয়ে বড় জায়গা ছিল বিশ্বকাপ মঞ্চ। সংযুক্ত আরব আমিরাতে দুর্দান্ত খেলছে পাকিস্তান। গ্রুপ পর্বে নিউজিল্যান্ড ক্রিকেট দলকেই হারিয়েছে।
সফরে গিয়েও সিরিজ স্থগিত করে দেশে ফেরা নিউজিল্যান্ড ক্রিকেট দল আবার সফরে যেতে রাজি হয়েছে। এছাড়া বিশ্বকাপ শেষে চলতি বছরই পাকিস্তান সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আর দীর্ঘ ২৪ বছর পর নতুন বছরের মার্চের প্রথম সপ্তাহে পাকিস্তান যাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তারই ধারাবাহিকতায় এবার পাকিস্তান যাচ্ছে ইংল্যান্ড।
স্থগিত হওয়া সিরিজে পাকিস্তান ক্রিকেটের পুরুষ জাতীয় দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। তবে এবারের সফরে মোট পাঁচটি চি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।
ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী টম হ্যারিসনের সাথে এক বৈঠক শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (৯ নভেম্বর) পিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২ সালের সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তান সফরের যাবে ইংল্যান্ড ক্রিকেট দল। ওই সফরে নির্ধারিত পাঁচটি টি-টোয়েন্টির সাথে বাড়তি আরও দুটি, অর্থাৎ মোট সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।
এ বিষয়ে ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন বলেছেন, ‘আমি এবং ইসিবির সিনিয়র ডিরেক্টর মার্টিন ডার্লো ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে পিসিবির সাথে কথা বলতে লাহোরে গিয়েছিলাম। বিশ্বকাপের আগে সফর বাতিল হওয়ার পর আমরা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি। আমাদের দুই বোর্ডের মধ্যে একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।’
নতুন করে সফরে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ঘোষণাটি করতে পেরে আনন্দিত। সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তান সফরে আমরা দুটি অতিরিক্ত সাদা বলের টি-টোয়েন্টি খেলবো।’
পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা বলেছেন, ‘ইসিবি তাদের বিশাল হৃদয় দেখিয়েছে, যার জন্য আমি টম এবং মার্টিনের কাছে কৃতজ্ঞ। আমরা রোমাঞ্চিত যে, ২০২২ সালের সেপ্টেম্বর-অক্টোবরের সফরে ইংল্যান্ড দুটি অতিরিক্ত টি-টোয়েন্টি খেলবে।’
তিনি আরও বলেন, ‘আমরা নিশ্চিত করতে পেরেছি যে, সমস্ত সফরকারী দলের জন্য পাকিস্তান আরামদায়ক এবং নিরাপদ। ইংল্যান্ড রাজি হওয়ায় পাকিস্তান সমর্থকদের জন্য গর্বের বিষয়।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]