ইংল্যান্ডের তৃতীয়, না-কি নিউজিল্যান্ডের প্রথম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৩ এএম, ১০ নভেম্বর ২০২১
ইংল্যান্ডের তৃতীয়, না-কি নিউজিল্যান্ডের প্রথম

সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। তৃতীয়বারের মতো ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে সেমিতে খেলবে ইংল্যান্ড। অন্যদিকে, টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথমবারের মতো ফাইনালের মঞ্চে উঠতে মরিয়া নিউজিল্যান্ড।

ইংলিশদের ফাইনালে ওঠার অভিজ্ঞতা থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের টিকিট কখনও হাতে নিতে পারেনি নিউজিল্যান্ড। মঙ্গলবার (১০ নভেম্বর) আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

২০০৭ ও ২০০৯ আসরের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। ২০১০ সালে প্রথমবারের মতো ফাইনালে উঠে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে ইংল্যান্ড।

এরপর ২০১২, ২০১৪ সালে দ্বিতীয় রাউন্ডে থামলেও ২০১৬ সালে আবারও ফাইনাল খেলে ইংল্যান্ড। তবে শেষ ওভারের এক ঝড়ে শিরোপা বঞ্চিত হয় ইংলিশরা। ২০তম ওভারের প্রথম চার বলে ওয়েস্ট ইন্ডিজের কালোর্স ব্র্যার্থওয়েটের চার ছক্কায় ফাইনালে ৪ উইকেটে পরাজিত হয় ইংল্যান্ড।

চলমান আসরেও দারুণ পারফমেন্স প্রদর্শন করে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের ৪টিতেই জয় তুলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রাখে ইংলিশরা। অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা-বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে হারায় তারা। গ্রুপ পর্বে তাদের একমাত্র হার দক্ষিণ আফ্রিকার কাছে।

এদিকে, ইনজুরির কারণে রয় ও মিলসকে হারানো ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা। তবে দলে যারা আছেন তারা তাদের পারফরমেন্স অব্যাহত রাখলে তৃতীয়বারের মতো ফাইনাল খেলা অসম্ভব কিছু নয় বলে করছেন ব্যাটার মালান।

তিনি বলেন, ‘আমি মনে করি, আমরা যেভাবে খেলছি এভাবে খেলতে পারলে সেমি-ফাইনালেও জয় অসম্ভব কিছু না। নিউজিল্যান্ড খুবই ভালো দল। তাদের বিপক্ষে পরিকল্পনা ছাড়া জয় পাওয়া কঠিন হবে। আমরা সেমির জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে সকল পরিকল্পনা তৈরি করেছি। মাঠে সেগুলোতে বাস্তবায়ন করতে হবে।’

২০০৭ সালের প্রথম আসরেই সেমি-ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। কিন্তু শেষ চারে পাকিস্তানের কাছে ৬ উইকেটে ম্যাচ হারে তারা। তাই ফাইনাল খেলার আশা ভঙ্গ হয় কিউইদের। পরের চার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় নিউজিল্যান্ড।

২০১৬ সালে আবারও সেমির মঞ্চে উঠেও ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে আবারও ফাইনাল খেলার আশা মাটিতে মিলে যায় কিউইদের। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। সেখানেও ইংল্যান্ডের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয় কিউইরা।

২০১৬ ও ২০১৯ সালের দুই বিশ্বকাপের দু’টি হার এখনও পীড়া দেয় নিউজিল্যান্ডকে। এবার সেই দুই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ নিউজিল্যান্ডের সামনে। তবে প্রতিশোধের চাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালের দিকে আপতত চোখ নিউজিল্যান্ডের।

দলের ওপেনার মার্টিন গাপটিল বলেছেন, ‘আমরা ফাইনাল খেলতে চাই। তাই সেমি-ফাইনাল নিয়েই বেশি ভাবছি। ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালের টিকিট চাই আমাদের। তবে সেই স্বপ্ন সহজে পূরণ হবে না। ইংল্যান্ড খুবই শক্তিশালী দল। তাদের আটকাতে হলে, সেরা ক্রিকেটই খেলতে হবে।’

নিউজিল্যান্ড দল
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, এডাম মিলনে, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।

ইংল্যান্ড দল
ইয়ান মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, টম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, রিচ টপলি, আদিল রশিদ, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রকম্পিত দেশের ক্রিকেট, ধীরে চলার নীতিতে খালেদ মাহমুদ

প্রকম্পিত দেশের ক্রিকেট, ধীরে চলার নীতিতে খালেদ মাহমুদ

ভারত-পাকিস্তান লড়াইয়ে ছিল রেকর্ড সংখ্যক দর্শক

ভারত-পাকিস্তান লড়াইয়ে ছিল রেকর্ড সংখ্যক দর্শক

বিশ্বকাপের ফাইনালে থাকছে গ্যালারি ভর্তি দর্শক

বিশ্বকাপের ফাইনালে থাকছে গ্যালারি ভর্তি দর্শক

ব্যর্থ বিশ্বকাপ শেষে বার্তা দিলেন কোহলি

ব্যর্থ বিশ্বকাপ শেষে বার্তা দিলেন কোহলি