ইংলিশদের হারিয়েও সেমিতে যেতে পারলো না দক্ষিণ আফ্রিকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৪ পিএম, ০৭ নভেম্বর ২০২১
ইংলিশদের হারিয়েও সেমিতে যেতে পারলো না দক্ষিণ আফ্রিকা

ইংল্যান্ড ক্রিকেট দলকে হারিয়েও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিলো দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইংলিশদের ১০ রানে হারিয়ে দিলেও ভাগ্য সহায় হয়নি প্রোটিয়াদের। সমান পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থাকায় ইংল্যান্ডের সাথে সেমি-ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া।

শনিবার (৬ নভেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ১৮৯ রানের স্কোর গড়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে ভাগ্য সহায় না হওয়া শেষ রক্ষা হলো না। ইংল্যান্ড ক্রিকেট দল ৮ উইকেটে ১৭৯ রানে থামলেও বিশ্বকাপ থেকে ছিটকে গেছে দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপে বাংলাদেশের খেলা সুপার টুয়েলভে গ্রুপ-১ থেকে দক্ষিণ আফ্রিকাকে সেমি-ফাইনালে খেলতে হলে ইংল্যান্ডকে ১৩১ রানের মধ্যে আটকে রাখতে হতো। তবে ১৮৯ রানের সংগ্রহ গড়ে ম্যাচ জিতলেও সেটি করতে পারেনি প্রোটিয়ারা।

ইংল্যান্ডের বিপক্ষে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৯ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। শেষ ওভারে রাবাদার হ্যাটট্রিকে ১০ রানে ম্যাচটি জিতলেও তার অনেত আগেই বিশ্বকাপ থেকে ছিটকে যায় তারা। ইংল্যান্ড ইনিংসের ১৬তম ওভারের দ্বিতীয় বলেই সব শেষ হয়ে যায় আফ্রিকাদের।

আগেই অনেকটা সেমি-ফাইনাল নিশ্চিত হওয়া ইংল্যান্ড দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৬০ রান করতে পারলেই তারা গ্রুপ সেরা হতো। তবে সেটি পেরিয়ে ১৭৯ রান করায় গ্রুপ সেরা হয়েই বিশ্বকাপের সেমিতে পা রেখেছে ইংলিশরা।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার সমান ৮ পয়েন্ট নিয়েও রান রেটে এগিয়ে থেকে সেমি-ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া। অজিদের রান রেট ১.২১৬। যেখানে সমান পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকার রান রেট ০.৭৩৯।

এর আগে সারজায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে বড় সংগ্রহ না পেলেও তৃতীয় উিইকেট জুটিতে দুর্দান্ত খেলে দক্ষিণ আফ্রিকা। সেমি-ফাইনালে খেলার আসায় ব্যাট হাতে রসি ফন ডার ডুসেন ও এইডেন মারক্রামের ঝড়ো ইনিংসে বড় সংগ্রহ গড়ে প্রোটিয়ারা।

৬০ বলে ৫টি চার ও ৬টি ছক্কায় অপরাজিত ৯৪ রান করেন ডুসেন। অন্যপ্রান্তে অপরাজিত থাকা মারক্রাম করেন ২৫ বলে ৫২ রান। তার এ ইনিংসে ২টি চারের সাথে ৪টি ছক্কার মার ছিল।

১৯০ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ডও জয়ের পথেই ছিল। তবে ১৬৫ রানে পঞ্চম উইকেট হারানোর পর চাপে পড়া ইংল্যান্ডকে শেষ ওভারে হারের স্বাদ দেন রাবাদা। বল হাতে শেষ ওভারে মাত্র ৩ রান দিয়ে প্রথম তিন বলেই তুলে নেন হ্যাটট্রিক উইকেট।

ম্যাচ সেরা হয়েছেন ব্যাট হাতে দলের বড় সংগ্রহ গড়ে দেওয়া দক্ষিণ আফ্রিকার রসি ফন ডার ডুসেন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ ব্যর্থতার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না মাহমুদউল্লাহ রিয়াদ

বিশ্বকাপ ব্যর্থতার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না মাহমুদউল্লাহ রিয়াদ

ব্যর্থ বিশ্বকাপে ওপেনিং ব্যর্থতা

ব্যর্থ বিশ্বকাপে ওপেনিং ব্যর্থতা

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ম্যাচে পোলার্ডদের জরিমানা

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ম্যাচে পোলার্ডদের জরিমানা

বাংলাদেশের ব্যাটিং তৃতীয় শ্রেণির চেয়েও খারাপ : মার্ক ওয়াহ

বাংলাদেশের ব্যাটিং তৃতীয় শ্রেণির চেয়েও খারাপ : মার্ক ওয়াহ