সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপে ব্যর্থতার গ্লানি নিয়ে দেশে ফিরলেও সুসংবাদ পেল বাংলাদেশ। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে টাইগাররা। গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ে টাইগারদের এ সুযোগ নিশ্চিত হলো।
শনিবার (৬ নভেম্বর) বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ-১-এর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটের হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এর হারে টি-টোয়েন্টি র্যাংকিয়ে ৮ নম্বরে থাকা দলটি এখন ১০ নম্বরে নেমে গেছে। অন্যদিকে, বিশ্বকাপে বাজে খেললেও ওয়েস্ট ইন্ডিজের নীচে মেনে যাওয়ায় ৮ নম্বরে উঠে গেছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে শেষে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের হালনাগাদ করেছে আইসিসি। সেখানে অস্ট্রেলিয়ার কাঠে হেরে যাওয়ায় ৮ পয়েন্ট হারিয়ে ৮ নম্বর থেকে এক ধাক্কায় ১০ এ নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৯ নম্বরে থাকা বাংলাদেশ অটোমেটিক ৮ নম্বরে উঠে গেছে।
বিশ্বকাপ শেষে ১৫ নভেম্বর টি-টোয়েন্টি র্যাংিকিংয়ের চূড়ান্ত হালনাগাদ করবে আইসিসি। আইসিসি নিয়মানুযায়ী, এবারের আসরের ফাইনালের দুই দলসহ ১৫ নভেম্বরের হালনাগাদে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল অস্ট্রেলিয়া বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য সুপার টুয়েলভে খেলা নিশ্চিত হয়ে গেল।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশ আট নম্বরে, অস্ট্রেলিয়া বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে টাইগাররা... @BCBtigers #ICCRankings pic.twitter.com/dMyQ63IP59
— Sportsmail24.com (@sportsmail24) November 6, 2021
২৩২ পয়েন্ট নিয়ে যথাক্রমে ৮ ও ৯ নম্বরে ছিল ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ১০ নম্বরে নেমে যাওয়ায় ৯ এ উঠে গেছে শ্রীলঙ্কা। তবে বিশ্বকাপে তাদের আর কোন ম্যাচ না থাকায় র্যাংকিংয়ে উপরের উঠার সুযোগ নেই শ্রীলঙ্কার সামনে। ফলে অস্ট্রেলিয়া বিশ্বকাপে তাদেরকে প্রাথমিক পর্ব খেলেই মূল পর্বের যোগ্যতা অর্জন করতে হবে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]