টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার টুয়েলভে গ্রুপ-১-এ নিজেদের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তনিয়েছে অস্ট্রেলিয়া। ফলে প্রথমে ব্যাট করছে বিশ্বকাপ থেকে ইতিমধ্যে বিদায় নেওয়া ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেদ দল।
ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও এ ম্যাচটি অসিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এ ম্যাচ জিতলেই সেমি-ফাইনালের লড়াইয়ে টিকে থাকবে তারা।
চলমান বিশ্বকাপে নিজেদের চার খেলায় ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তবে একই অবস্থা দক্ষিণ আফ্রিকারও। তবে রান রেট বিবেচনায় এগিয়ে অস্ট্রেলিয়া। অসিদের রান রেট +১.০৩১। আর প্রোটিয়াদের রান রেট +০.৭৪২।
নিজেদের চার খেলায় ১ জয় ও ৩ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে থেকে ইতোমধ্যে বিশ্বকাপ থেকে নিজেদের বিদায় নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। এবারের আসরে ওয়েস্ট ইন্ডিজের একমাত্র জয় বাংলাদেশের বিপক্ষে। উত্তেজনাপূর্ণ ম্যাচটি ৩ রানে জিতেছিল ক্যারিবীয়রা।
এছাড়া গ্রুপে নিজেদের চার ম্যাচের সবগুলোতে জিতে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপে টেবিলের শীর্ষে ইংল্যান্ড। এক ম্যাচ বাকি রেখেই সেমি-ফাইনাল খেলা নিশ্চিত করা ইংল্যান্ডের রান রেট +৩.১৮৩।
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড এবং এডাম জাম্পা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
কাইরন পোলার্ড (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, নিকোলাস পুরান, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেইন এবং হেডেন ওয়ালস জুনিয়র।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]