টি-টোয়েন্টিতে নবম স্থানে নেমে গেল বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৪ এএম, ০৪ নভেম্বর ২০২১
টি-টোয়েন্টিতে নবম স্থানে নেমে গেল বাংলাদেশ

বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ষষ্ঠস্থানে উঠেছিল বাংলাদেশ। তবে বিশ্বকাপ ব্যর্থতা আর ধরে রাখতে পারিনি টাইগারা। সর্বশেষ হালনাগাদে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে নবম স্থানে নেমে গেছে বাংলাদেশ ক্রিকেট দল।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আশানুরুপ পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশ। প্রাথমিকপর্বে তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ জয়ের পর সুপার টুয়েলভে এখন পর্যন্ত খেলা চার ম্যাচের সবগুলোতেই হারের স্বাদ পেয়েছে টাইগাররা। যার ফলে র‌্যাংকিংয়ের নবম স্থানে নেমে গেছে বাংলাদেশ।

ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। র‌্যাংকিংয়ে উপরের দিকের দল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে হারানোর ফলে ষষ্ঠ স্থানে উঠেছিল বাংলাদেশ।

বিশ্বকাপে সুপার টুয়েলভে শ্রীলঙ্কার কাছে হারের পর ষষ্ঠ থেকে অস্টম স্থানে নেমেছিল বাংলাদেশ। এরপর ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যাওয়ায় নবম স্থানে নামলো টাইগাররা। নবম স্থানে থাকা বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ২৩৪।

বুধবার (৩ নভেম্বর) প্রকাশিত আইসিসির সর্বশেষ র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। তাদের রেটিং ২৭৯। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান ও ভারত।

এদিকে, বাংলাদেশ নমব স্থানের নেমে যাওয়ায় অস্ট্রেলিয়া টি-টোয়েন্টে বিশ্বকাপে সরাসরি খেলা থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় পড়লো। সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় না পেলে ২০২২ বিশ্বকাপের প্রথমিকপর্ব খেলে সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করতে হবে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দল হিসেবে ভালো না করলে সবকিছুই আসলে কঠিন : তাসকিন

দল হিসেবে ভালো না করলে সবকিছুই আসলে কঠিন : তাসকিন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের লজ্জাজনক পরাজয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের লজ্জাজনক পরাজয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্রামে 'ক্লান্ত' মোস্তাফিজ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্রামে 'ক্লান্ত' মোস্তাফিজ

বিশ্বকাপ ব্যর্থতার মাঝেও দলের উন্নতি দেখছেন ডোমিঙ্গো

বিশ্বকাপ ব্যর্থতার মাঝেও দলের উন্নতি দেখছেন ডোমিঙ্গো