টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছেও হেরেছে ভারত। টানা দুই ম্যাচ হেরে সেমি-ফাইনালের পথ কঠিন হয়ে পড়েছে ভারতের। তবে ভারতের অধিনায়ক বিরাট কোহলি মনে করেন, এখনি সব শেষ হয়ে যায়নি।
পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে হেরে গিয়ে সাহস হারিয়ে ফেলেছে ভারত। যার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষেও বড় ব্যবধানে পরাজিত হয় ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে হারের কারণ যে ভয় সেটি ভারতের অধিনায়কও স্বীকার করেছেন।
কোহলি বলেন, ‘অদ্ভুত লাগছে। ব্যাট বা বল কোনটাতেই আমরা সাহসী ছিলাম না। মাঠের নামার পর (নিউজিল্যান্ডের বিপক্ষে) থেকেই আমাদের মধ্যে সাহসের অভাব লক্ষ্য করা গেছে। এ ক্ষেত্রে নিউজিল্যান্ড আমাদের থেকে অনেক এগিয়ে ছিল।’
ব্যাটারদের পারফরমেন্সে হতাশ কোহলি বলেছেন, ‘ব্যাটিংয়ে প্রতিবারই বড় শটের চেষ্টা করে আমরা উইকেট হারিয়েছি। টি-টোয়েন্টি ক্রিকেটে সেটা হতেই পারে। কিন্তু এখানে সম্ভবত ব্যাট হাতে মনে সংশয় ছিল ব্যাটারদের।’
আিইপিএল খেলে অভ্যস্ত হলেও একই মাঠে ভারত কি তাহলে প্রত্যাশার চাপ নিতে পারছে না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কোহলি বলেন, ‘ভারতের হয়ে খেলতে নামলে প্রত্যাশা থাকবেই। তবে চাপও নিতে হবে। তাই যে ম্যাচেই আমরা মাঠে নামবো, চাপ সামলাতেই হবে। ভারতের হয়ে খেলতে গেলে এ চাপের সাথে নিজেদের মানিয়ে নিতে হবে।’
টানা দুই ম্যাচ বড় ব্যবধানে হেরে যাওয়ায় এখন অনেক ‘যদির’ উপর নির্ভর করছে ভারতের সেমি-ফাইনাল ভাগ্য। এর মধ্যে নিজিদের তৃতীয় ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। তবে এখনই সব শেষ হয়ে গেছে বলে মনে করেন না বিরটা কোহলি।
তিনি বলেন, ‘মনে হয় এখনও সব ঠিকই আছে। এখনই সব শেষ হয়ে যায়নি। এখনও অনেক ক্রিকেট খেলা বাকি রয়েছে। আমাদের ঘুড়ে দাঁড়াতে হবে।’
গ্রুপ পর্বে ভারতের পরের তিন ম্যাচের মধ্যে আফগানিস্তান ছাড়া বাকি দুই দল হলো- স্কটল্যান্ড ও নামিবিয়া। সেমিতে খেলতে হলে তিন ম্যাচেই ভারতেক জিততে হবে। সেই সাথে আফগানিস্তান-নিউজিল্যান্ডের হারের অপেক্ষা করতে হবে বিরাট কোহলিদের।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]