সুপার টুয়েলভে টাইগারদের চতুর্থ ম্যাচে টানা পরাজয় নিশ্চিত হয়েগিয়েছিল ব্যাটিং ইনিংসেই। আত্মাহুতির মিছিলে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৮৪ রানের সংগ্রহ গড়ে অপেক্ষা ছিল শুধু পরাজয়ের ব্যবধানটা জানার। সেটাই হলো, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটের পরাজয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ থেকে কার্যত বিদায় নিলো বাংলাদেশ।
মঙ্গলবার (২ নভেম্বর) টস হেরে প্রথমে ব্যাট করে ব্যাটিং ব্যর্থতার ১৮ দশমিক ২ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জয়ের জন্য মাত্র ৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাও অবশ্য ৪টি উইকেট হারিয়েছে। তবে ৩৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগারদের কোচ ডোমিঙ্গো স্বদেশীরা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ পরাজয়ে বিশ্বকাপে সেমি-ফাইনালে খেলার আশা থেকে চূড়ান্তভাবে ছিটকে পরলো বাংলাদেশ। সুপার টুয়েলভে এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের আরও মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে হারার আগে প্রথম তিন ম্যাচে শ্রীলঙ্কা-ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল টাইগাররা।
বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় ঘটলেও সেমি-ফাইনালের দৌঁড়ে বেশ ভালোভাবেই টিকে রইলো দক্ষিণ আফ্রিকা। নিজেদের ৪ খেলায় ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা। আর ৪ খেলায় ৪ হারে খালি হাতে টেবিলের তলানিতে বাংলাদেশ।
প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার দুই বোলার এনরিখ নর্টি ও কাগিসো রাবাদা ঝড়ে মাত্র ৮৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১৮ দশমিক ২ ওভার ব্যাট করতে পারে টাইগাররা। এর মধ্যে ৫৯ বলই ডট হয়। জবাবে ৩৯ বল বাকি রেখে জয় তুলে নেয় প্রোটিয়ারা।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) চলমান বিশ্বকাপে নিজেদের শেষ ও গ্রুপ পর্বে পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচে জয় পেলে বিশ্বকাপ থেকে ২ পয়েন্ট অর্জন করতে পারবে টাইগারা। আর পরাজয়ের স্বাদ পেলে খালি হাতেই দেশে ফিরতে হবে বাংলাদেশের।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]