হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবকে ছাড়া দলের মধ্যে ভারসাম্য আনতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে -এটা যেমন নিশ্চিত, তবে তার বিপরীতে ইতিবাচক কিও দেখছেন টাইগারদের কোচ রাসেল ডোমিঙ্গো।
বিশ্বকাপের সুপার টুয়েলভে শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে টানা তিন ম্যাচ হেরে সেমি-ফাইনালের দৌঁড় থেকে কার্যত বাদ পড়েছে বাংলাদেশ। তবে শেষ দুই ম্যাচে ভালো করার লক্ষ্যে খেলবে টাইগাররা।
সুপার টুয়েলভের শেষ দুই ম্যাচের মধ্যে প্রথম ম্যাচে মঙ্গলবার (২ নভেম্বর) দুবাইয়ে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। তবে ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া সাকিব আল হাসানকে আর পাচ্ছে না বাংলাদেশ।
সাকিবকে ‘টু ইন ওয়ান’ বলে অভিহিত করে ডোমিঙ্গো বলেন, ‘তার (সাকিব) বদলি খুঁজতে অনেক কিছু বিবেচনা করতে হবে। কারণ সাকিবের পরিবর্তে একজন ব্যাটার এবং একজন বোলারের প্রয়োজন হবে। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারের পর বাংলাদেশকে সুপার টুয়েলভে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন সাকিব।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে সোমবার সংবাদ সম্মেলনে ডোমিঙ্গো এ কথা বলেন। সাকিবকে না পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘অবশ্যই এটি বড় ক্ষতি। তাকে ছাড়া দলে ভারসাম্য আনা কঠিন। তখন ব্যাটার বা বোলারের দিকে যেতে হয়। এতে পার্ট-টাইম বোলারও খেলাতে হয়।’
ডোমিঙ্গো আরও বলেন, ‘অবশ্যই, এটা দলের ভারসাম্যের জন্য এটি বড় ক্ষতি। তবে নেতৃত্ব এবং চাপের মধ্যে যেভাবে একটা স্থির পরিবেশ নিয়ে আসেন সেটিও হারিয়ে যায়।’
সাকিব না থাকা দলের জন্য বড় ক্ষতি হলেও একই সময় তার অনুপস্থিতিতে বিশ্বকাপের শেষ দুই ম্যাচে অন্য খেলোয়াড়ের জন্য বড় সুযোগ হিসাবে দেখছেন ডোমিঙ্গো।
তিনি বলেন, ‘তবে সাকিবের অনুপুস্থিতি নতুন কারও জন্য বিশ্বকাপে খেলার সুযোগ করে দিবে এবং যে তরুণ সুযোগ পাবে সেটাকে আমরা এটা তার জন্য একটা বড় সুযোগ এবং ইতিবাচক হিসেবেই দেখছি।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]