চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিমধ্যে সুপার টুয়েলভে তিন ম্যাচ খেলেছে পাকিস্তান। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক বাবর আজম। তবে অসম্ভব কষ্ট-যন্ত্রনা ও মানসিক চিন্তা নিয়ে খেলেছেন তিনি। বিশ্বকাপের মাঠে ব্যাট হাতে খেলা ছাড়াও দরকে নেতৃত্ব দিলেও সে সময় তার ছিলেন হাসপাতালের ভেন্টিলেটরে।
মা’কে হাসপাতালের ভেন্টিলেটরে রেখেই বিশ্বকাপে তিন ম্যাচ খেলেছেন বাবর। এ হৃদয় স্পর্শ তথ্য জানিয়েছেন বাবরের বাবা আজম সিদ্দিকি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আজম সিদ্দিকি এ তথ্য প্রকাশ করেছেন।
তিনি লিখেন, ‘আমার দেশের কিছু সত্য জানার সময় হয়েছে এখন। তিনটি ম্যাচই জয়ের জন্য সবাইকে অভিনন্দন। আমাদের বাড়িতে একটি বড় পরীক্ষা ছিল। ভারতের বিপক্ষে ম্যাচের দিন বাবরের মা ছিল ভেন্টিলেটরে।’
শুধুমাত্র ভারতের বিপক্ষেই নয়, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে যখন বাবর মাঠে নামেন তখনও ভেন্টিলেটরে মৃত্যুর সাথে লড়াই করছিলেন বাবরের মা।
আজম সিদ্দিকি বলেন, ‘বাবর তিনটি ম্যাচই খেলেছে প্রচন্ড মানসিক যন্ত্রণা নিয়ে। আমার দুবাইয়ে আসতে চাইনি। কিন্তু বাবর যেন দুর্বল হয়ে না পড়ে, সে জন্য এসেছি।’
তবে এখন শারীরিকভাবে সুস্থ আছেন বাবরের মা, -সেটিও নিশ্চিত করেছেন আজম সিদ্দিকি। তিনি বলেন, ‘আল্লাহর রহমতে বাবরের মা এখন ভালো আছে। এটা এই কারণে এখন খোলাসা করছি যে, জাতীয় নায়কদের যেন আমরা কোন কারণ ছাড়া সমালোচনা না করি।’
View this post on Instagram
বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচে ভারতকে ১০ উইকেটে, নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ৩ খেলায় ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ-২-এ টেবিলের শীর্ষে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]