চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সুপার টুয়েলভের বাকি দুই ম্যাচে তাকে আর পাওয়া যাচ্ছে না। রোববার (৩০ অক্টোবর) বিসিবির এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন সাকিব। ওই ম্যাচ শেষে সাকিব আল হাসানকে বিশ্রামে রেখে পর্যবেক্ষণ করছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল টিম।
বিৃবতিতে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় সাকিবের বাঁ পায়ে হ্যামস্ট্রিংয়ে টান লাগে। পরীক্ষা করে দেখা যায় গ্রেড ১ মাত্রার চোট রয়েছে। বিশ্বকাপের শেষ দুই ম্যাচের জন্য ও পরবর্তী পরীক্ষা পর্যন্ত সে মাঠের বাইরে থাকবে।’
তিনি আরও বলেন, ‘আগামী এক সপ্তাহ পর সাকিবকের ইনজুরি আবারও পরীক্ষা করা হবে। তখন আরও বিস্তারিত জানানো সম্ভব হবে।’
এদিকে, বিশ্বকাপ স্কোয়াড থেকে প্রথম মোহাম্মদ সাইফউদ্দিন এবঃং এখন সাকিব ছিটকে গেলেও নতুন করে আর কাইকে স্কোয়াডে নেওয়া হবে না। বিবৃতিতে জানানো হয়, সাকিবের পরিবর্তে স্কোয়াডে কাউকে নেওয়া হবে না।
বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের খেলা তিন ম্যাচের সবগুলোতেই হেরে গেছে বাংলাদেশ দল। ফলে সেমি-ফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে গেছে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]