সাকিব-নুরুল পর্যবেক্ষণে, রয়েছে শঙ্কাও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৪ এএম, ৩১ অক্টোবর ২০২১
সাকিব-নুরুল পর্যবেক্ষণে, রয়েছে শঙ্কাও

চোটের কারণে দলের উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। টাইগারদের পরের ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তাকে নিয়ে শঙ্কা রয়েছে। বাংলাদেশ শিবিরে এ দুশ্চিন্তার মধ্যে নতুন আরও একটি দুঃসংবাদ যুক্ত হয়েছে। চোটের কারণে সাকিব আল হাসানকে নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

শারজায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুক্রবার (২৯ অক্টোবর) হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে মাঠ ছেড়েছিলেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর অবশ্য মাঠে ফিরে চার ওভার বোলিং করেন তিনি। নুরল হাসানের পর এখন তাকেও বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে ২ নভেম্বর (মঙ্গলবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব খেলতে পারবেন কি-না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম স্পোর্টসমেইল২৪.কম-কে জানান, সাকিব আল হাসান এবং নুরুল হাসান সোহান দু’জনই পর্যবেক্ষণে রয়েছেন।

তিনি বলেন, নুরুল হাসান সোহান তিন দিনের জন্য (৩১ অক্টোবর পর্যন্ত) সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। ১ নভেম্বর (সোমবার) মেডিকেল টিম তার বিষয়ে আপডেট জানাবেন। সে দিন জানা যাবে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে সোহানকে পাওয়া যাবে কি-না।’

সাকিব আল হাসানের বিষয়ে তিনি বলেন, ‘হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে সাকিব আল হাসানও ৪৮ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রয়েছেন। সাকিবের বিষয়ে আগামীকাল (রোববার) মেডিকেল টিম সিদ্ধান্ত জানাবেন।’

চলমান বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের প্রথম তিন ম্যাচ হেরে যাওয়ায় সেমি-ফাইনালের দৌড় থেকে ইতিমধ্যে কার্যত ছিটকে পড়েছে বাংলাদেশ। সুপার টুয়েলভে নিজেদের বাকি দুই ম্যাচ জিতলেও অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে, যা প্রায় অসম্ভব বিষয় হয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচের পর সুপার টুয়েলভের শেষ ম্যাচে বৃহস্পতিবার (৪ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আমাদের ক্যাচিং আরও ভালো করতে হবে, করা উচিত : মাহমুদউল্লাহ

আমাদের ক্যাচিং আরও ভালো করতে হবে, করা উচিত : মাহমুদউল্লাহ

নিষেধাজ্ঞার দিনে ‘অভিষেকে’ও ব্যর্থ সাকিব

নিষেধাজ্ঞার দিনে ‘অভিষেকে’ও ব্যর্থ সাকিব

এখনো অনেক কিছু পাওয়ার আছে : মাহমুদউল্লাহ

এখনো অনেক কিছু পাওয়ার আছে : মাহমুদউল্লাহ

দলের ব্যাটিং নিয়ে আমি হতাশ : মাহমুদউল্লাহ

দলের ব্যাটিং নিয়ে আমি হতাশ : মাহমুদউল্লাহ