টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে দ্রুত ১ হাজার রানের নতুন রেকর্ড গড়লেন পাকিস্তানের বাবর আজম। একই সাথে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে পেছনে ফেলে এ রেকর্ডের মালিক হলেন বাবর।
সংযুক্ত আরব আমিরাতে চলমান সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপে শুক্রবার (২৯ অক্টোবর) রাতে আফগানিস্তানের বিপক্ষে ৫১ রানের ইনিংস খেলে এ রেকর্ড বনে যান পাাকিস্তানের বাবর। ৪৭ বলে এ ইনিংস খেলার পথে টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে ১ হাজার রান পূর্ণ করেন বাবর।
বিরাট কোহলিকে পেছনে ফেলে নতুন এ রেকর্ড গড়ার পেছনে ২৬ ইনিংস খেলেছেন বাবর। এতদিন এ রেকর্ডের মালিক ছিলেন কোহলি। টি-টোয়েন্টিতে ১ হাজার করতে ৩০ ইনিংস খেলেছিলেন কোহলি।
কোহলির চেয়ে ৪ ইনিংস কম খেলে অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে দ্রুত ১ হাজার রানের রেকর্ড এখন বাবরের দখলে। এছাড়া এ তালিকায় তৃতীয়স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু-প্লেসিস।
দক্ষিণ আফ্রিকার এ অধিনায়ক ৩১ ইনিংস খেলে এক হাজার রান করেছিলেন। এরপর চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। ফিঞ্চ ৩২ ও উইলিয়ামসন ৩৬ ইনিংসে ১ হাজার রান পূর্ণ করেছেন।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]