নিষেধাজ্ঞার দিনে ‘অভিষেকে’ও ব্যর্থ সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩২ পিএম, ৩০ অক্টোবর ২০২১
নিষেধাজ্ঞার দিনে ‘অভিষেকে’ও ব্যর্থ সাকিব

ভারতীয় জুয়ারির কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার তথ্য গোপন করার অপরাধে ২০১৯ সালের ২৯ অক্টোবর নিষিদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান। এক বছর পর ক্রিকেটে ফিরে নিজেকে ফিরে পেলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ওপেনার হিসেবে খেলতে নেমে ব্যর্থ হলেন তিনি। তাও আবারও সেই নিষিদ্ধ হওয়ার দিনেই।

শুক্রবার (২৯ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে খেলতে নেমেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চমক দেখিয়ে ওপেনার হিসেবে নামেন সাকিব। সৌম্য সরকার-লিটন দাস একাদশে থাকলেও নাঈম শেখের সাথে ওপেনিংয়ে ব্যাট করতে নামে সাকিব।

ওপেনিং জুটিতে শুরুতে ভালো করলেও বেশি দূর যেতে পারেননি সাকিব আল হাসান। ১২ বলে এক চারে মাত্র ৯ রানে থামেন তিনি। আন্দ্রে রাসেলের বলে হোল্ডারের হাতে ক্যাচ দিয়ে সাকিব সাজঘরে ফিরলে দলীয় ২১ রানেই উদ্বোধনী জুটি ভাঙে বাংলাদেশের।

২০১৯ সালে আইসিসির দুই বছরের জন্য নিষেধাজ্ঞায় পড়েন সাকিব আল হাসান। ভারতীয় জুয়ারির কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা গোপন করার অপরাধে সাকিবের উপর এ শাস্তি নেমে আসে। তবে আইসিসির নিষেধাজ্ঞার মাঝে এক বছন স্থগিত নিষেধাজ্ঞা থাকায় ২০২০ সালের ৩০ অক্টোবর থেকে আবারও মাঠে ফিরেন সাকিব।

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে নেমে সাকিব চমক দিলেও দলতে হতাশ করেন। শুধু সাকিব নয়, লিটন দাস এবং অধিনায়ক মাহমুদউল্লাহ ছাড়া বাকি সবারও ব্যাটেই ছিল রানের খরা। মাহমুদউল্লাহ শেষ পর্যন্ত ব্যাট করলেও মাত্র ৩ রান দূরে থাকতে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংশ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৩ রানে হেরে যাওয়ায় চলমান বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে পড়েছে বাংলাদেশ। সুপার টুয়েলভের আরও দুটি ম্যাচ বাকি থাকলেও সেমি-ফাইনালে খেলার আশা নেই বললেই চলে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পাপন ভাইয়ের এ রকম পরামর্শগুলো খারাপ না : সাকিব

পাপন ভাইয়ের এ রকম পরামর্শগুলো খারাপ না : সাকিব

টি-টোয়েন্টির সিংহাসন আবারও সাকিবের দখলে

টি-টোয়েন্টির সিংহাসন আবারও সাকিবের দখলে

সাকিবকে পেয়ে বাংলাদেশ ক্রিকেট ভাগ্যবান : মাহমুদউল্লাহ

সাকিবকে পেয়ে বাংলাদেশ ক্রিকেট ভাগ্যবান : মাহমুদউল্লাহ

আমি একটু ক্লান্ত : সাকিব

আমি একটু ক্লান্ত : সাকিব