এখনো অনেক কিছু পাওয়ার আছে : মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৯ এএম, ৩০ অক্টোবর ২০২১
এখনো অনেক কিছু পাওয়ার আছে : মাহমুদউল্লাহ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা তিন ম্যাচ হেরে সেমিফাইনাল থেকে কার্যত ছিটকে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। সুপার টুয়েলভে নিজেদের বাকি দুই ম্যাচে জয়ী হলেও তাকিয়ে থাকতে হবে অন্যদের উপর। তবে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ মনে করছেন, বিশ্বকাপ থেকে বাংলাদেশের এখনো অনেক কিছু পাওয়ার আছে।

শুক্রবার (২৯ অক্টোবর) সুপার টুয়েলভের নিজেদের তৃতীয় ম্যাচ বাঁচা-মরা কিনারায় দাঁড়িয়ে তীরে গিয়ে তরী ডুবিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ রানে হেরে গেছে বাংলাদেশ।

এর আগে সুপার টুয়েলভের প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। ওই ম্যাচে ১৭১ রানের সংগ্রহ গড়েও লঙ্কানদের আটকাতে পারেনি টাইগাররা। ৭ বল বাকি থাকতেই বিশাল লক্ষ্য পেরিয়ে যায় শ্রীলঙ্কা।

হার দিয়ে সুপার টুয়েলভ শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারের স্বাদ পেয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১২৪ রানের স্কোর গড়ে মাহমুদউল্লাহরা। টি-টোয়েন্টি ফরম্যাটে মাত্র ১২৫ রানের টার্গেট পেয়ে ৩৫ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড।

প্রথম ম্যাচে বড় সংগ্রহ গড়ে হারলেও দ্বিতীয় ম্যাচে রানের স্কোর বড় করতে না পারায় সমালোচনার মাঝে বেশ চাপে পড়ে মাহমুদউল্লাহ-মুশফিকরা। তবে সকলের আশা ছিল তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আবারও খেলায় ফিরবে বাংলাদেশ। তবে সেটিও হলো হলো না।

জয়ের আশা দেখালেও শেষ দিকে আর পেরে উঠেননি টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ। শেষ ওভারে ১৩ রানের প্রয়োজন হলেও ৯ রান নিতে পারে বাংলাদেশ। ফলে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ রানের হেরে যায় টাইগাররা।

এদিকে, সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের মধ্যে প্রথম তিন ম্যাচেই হেরে যাওয়াও বিশ্বকাপের সেমিফাইনাল খেলা থেকে কার্যত ছিটকে পড়েছে বাংলাদেশ। তবে এখনো আশা ছাড়েননি টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচ শেষে সংবাত সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বকাপ থেকে এখনো অনেক কিছু পাওয়ার আছে।

মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‌‘টানা হারে সেমিফাইনাল খেলা অনেকটা ক্ষিণ হয়ে গেছে। তবে বিশ্বকাপ থেকে অনেক কিছু পাওয়ার আছে। বাকি দুইটা ম্যাচ জিততে পারলে আমরা টিকে থাকতে পারি।’

১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয়ের কাছে গিয়েও না পারার কারণ হিসেবে টাইগার নেতা বলেন, ‘আমরা চেষ্টা করছি, সবাই মরিয়া হয়ে চেষ্টা করছে। তবে মিসটেক হয়ে যাচ্ছে।’

দলের এমন পরাজয়ের টার্নিং পয়েন্ট হিসেবে লিটন কুমার দাসের আউটটাকে ধরছেন মাহমুদউল্লাহ। ম্যাচের ১৯তম ওভারের শেষ বলে ছক্কা হাকাতে গিয়ে সীমানার কাছে ক্যাচবন্দি হন তিনি।

দলীয় ১৩০ রানে লিটন আউট হলে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। এর আগে লিটন-মাহমুদউল্লাহ’র জুটি থেকে ৪০ রান আসে। সেট হওয়া এ জুটিতে জয়ের আশায় ছিল বাংলাদেশ।

মাহমুদউল্লাহ বলেন, ‘লিটনের আউটটা টার্নিং পয়েন্ট ধরতে পারেন। ওই সময় লিটন আউট না হলেও হিসেব পাল্টে যেত। এছাড়া ওটা (লিটনের ক্যাচ) ছক্কা হলেও আমরা এগিয়ে যেতাম।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

লিটনের আউট ম্যাচের টার্নিং পয়েন্ট : মাহমুদউল্লাহ

লিটনের আউট ম্যাচের টার্নিং পয়েন্ট : মাহমুদউল্লাহ

অস্ট্রেলিয়ার টানা জয়ে শ্রীলঙ্কার হার

অস্ট্রেলিয়ার টানা জয়ে শ্রীলঙ্কার হার

তীরে গিয়ে তরী ডুবলো বাংলাদেশের, বিশ্বকাপ থেকে ‘বিদায়’

তীরে গিয়ে তরী ডুবলো বাংলাদেশের, বিশ্বকাপ থেকে ‘বিদায়’

জাতীয় সঙ্গীতে টাইগারদের চোখে অশ্রু

জাতীয় সঙ্গীতে টাইগারদের চোখে অশ্রু