টি-টোয়েন্টির সিংহাসন আবারও সাকিবের দখলে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৬ এএম, ২৮ অক্টোবর ২০২১
টি-টোয়েন্টির সিংহাসন আবারও সাকিবের দখলে

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দল ভালো না করলেও ব্যক্তি সাফল্যে উজ্জ্বল সাকিব আল হাসান। তারই ধারাবাহিকতায় সেপ্টেম্বরে হারানো র‍্যাংকিংয়ে (অলরাউন্ডার) আবারও শীর্ষস্থানে ফিরেছেন তিনি। আইসিসির সর্বশেষ হালনাগাদে আফগানিস্তানের মোহাম্মদ নবিকে সরিয়ে টি-টোয়েন্টিতে আবারও শীর্ষ অলরাউন্ডার সাকিব।

টি-টোয়েন্টির বিশ্ব আসর চলাকালেই মঙ্গলবার (২৬ অক্টোবর) আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিং হালনাগাদ করেছে। যেখানে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে (অলরাউন্ডার) শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন সাকিব। মূলত চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মের পুরস্কার পেলেন তিনি।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে টি-টোয়েন্টির অলরাউন্ডারের র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছিলেন সাকিব আল হাসান। তবে সেপ্টেম্বরে বাংলাদেশি অলরাউন্ডারকে পেছনে ফেলে শীর্ষে উঠে আফগানিস্তানের মোহাম্মদ নবি।

শীর্ষস্থান হারানো মোহাম্মদ নবি ১০ রেটিং পয়েন্ট হারিয়েছে। অন্যদিকে, সাকিব আল হাসানের বেড়েছে ২০ রেটিং পয়েন্ট। যেখানে শীর্ষে ওঠা সাকিব বর্তমানে মোহাম্মদ নবির চেয়ে ২০ রেটিং পয়েন্ট এগিয়ে। মোহাম্মদ নবির রেটিং পয়েন্ট ২৭৫ এবং সাকিবের রেুটং পয়েন্ট ২৯৫।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব। ৬.৪৫ গড়ে ১১ উইকেট নিয়েছেন তিনি (যা কোন এক টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন বোলারের সর্বোচ্চ)। এছাড়া ব্যাট হাতে সাকিব ২৯.৫০ গড়ে করেছেন ১১৮ রান।

এদিকে, সাকিব ব্যক্তি সাফল্যে উজ্জ্বল হলেও দরের জন্য রয়েছে দুঃসংবাদ। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ৬ নম্বরে থেকে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পেছিয়ে গেছেন টাইগাররা। সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের বর্তমানে টি-টোয়েন্টিতে ৮ নম্বরে।

টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিং
১. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ২৯৫
২. মোহাম্মদ নবি (আফগানিস্তান)- ২৭৫
৩. জেজে স্মিট (নামিবিয়া)- ১৬১
গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)- ১৬১
৫. জিশান মাকসুদ (ওমান)- ১৬০

৬. রিচার্ড বেরিংটন (স্কটল্যান্ড)- ১৫১
৭. খাওয়ার আলি (ওমান)- ১৪৭
৮. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- ১৩৯
৯. রোহান মোস্তফা (সংযুক্ত আরব আমিরাত)- ১৩৮
১০. মিচেল মার্শ (অস্ট্রেলিয়া)- ১৩৫।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি উইকেট শিকারে সাকিবের মাইলস্টোন

টি-টোয়েন্টি উইকেট শিকারে সাকিবের মাইলস্টোন

ইশো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব

ইশো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব

সাকিবকে পেয়ে বাংলাদেশ ক্রিকেট ভাগ্যবান : মাহমুদউল্লাহ

সাকিবকে পেয়ে বাংলাদেশ ক্রিকেট ভাগ্যবান : মাহমুদউল্লাহ

আমি একটু ক্লান্ত : সাকিব

আমি একটু ক্লান্ত : সাকিব