চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের ধারায় ফিরতে মরিয়া বাংলাদেশ। সুপার টুয়েলভে গ্রুপ-১-এর নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়া টাইগারদের সামনে এবার শক্তিশালী ইংল্যান্ড। তবে ইংলিশদের বিপক্ষে সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত টাইগাররা।
সুপার টুয়েলভে বাংলাদেশের প্রথম ম্যাচটি শারজাহ অনুষ্ঠিত হলেও ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচটি হবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে বুধবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
ইংলিশদের বিপক্ষে মাঠে নামার আগে মঙ্গলবার (২৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন বোলিং কোচ ওটিস গিবসন। ইংল্যান্ডের বিপক্ষে দলের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘যতটা সম্ভব রান করা। এটাই আমাদের (দলের) পরিকল্পনা।’
ওটিস গিবসন বলেন, ‘আমরা জানি ইংল্যান্ড একটি শক্তিশালী দল। তবে আমরা তাদের শক্তিশালী লাইনআপ চ্যালেঞ্জ করতে প্রস্তুত। আমরা জানি যে, তারা কঠিনভাবে বেরিয়ে আসবে। তবে আমরা এটাও জানি যে, তারা আপনাকে সুযোগও (ভুল খেলা) দেবে।’
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭০ বল বাকি রেখে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। তবে উইন্ডিজের দেওয়া মাত্র ৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়েছে ইংলিশরা। ওটিস গিবসন এটাকে বাংলাদেশের জন্য পজিটিভ দেখছেন।
তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৫৫ রান তাড়া করতে গিয়ে তারা (ইংল্যান্ড) ৪ উইকেট হারিয়েছে। আপনি এটাকে ইতিবাচক হিসেবে দেখতে পারেন। আমরা জানি তারা আমাদের উইকেট নেওয়ার সুযোগ দেবে।’
টাইগারদের এ বোলিং কোচ বলেন, ‘আমাদের শান্ত থাকতে হবে। অবশ্যই পরিকল্পনা মতো দক্ষতা বাস্তবায়নের চেষ্টা করতে হবে। যখন সেই সুযোগগুলো আসবে সেগুলো অবশ্যই গ্রহণ করতে হবে। আমাদের অবশ্যই শান্ত মেজাজে এবং প্রতিটি বল কীভাবে ব্যবহার করতে হবে সে বিষয়ে সজাগ থাকতে হবে।’
টি-টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ডের বিপক্ষে এটিই টাইগারদের প্রথম ম্যাচ। ১৫ বছরে টি-টোয়েন্টি ইতিহাসে ১১৬টি ম্যাচ খেললেও এ ভার্সনে ইংল্যান্ডের বিপক্ষে কখনো খেলেনি বাংলাদেশ। এবার বিশ্বকাপের মতো মঞ্চে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে।
ইংল্যান্ডের বিপক্ষে বোলিং আক্রমণ নিয়ে গিবসন বলেন, ‘আমাদের প্রথমে কন্ডিশন দেখতে হবে। আমরা মোস্তাফিজের দক্ষতা এবং কাটার পেয়েছি। সাইফউদ্দিনের ডেথ বোলিং পেয়েছি, পেয়েছি তাসকিনের গতি। আমরা পেসও পেয়েছি, দলে বাঁ-হাতি বৈচিত্র্যময় শরিফুল রয়েছে।’
তিনি বলেণ, ‘অধিনায়ক-কোচ-নির্বাচকরা যারা মাঠে নামবেন তারা কন্ডিশন দেখে ১১ জন বাছাই করবে। তাদের কাছে সমস্ত বিকল্পগুলো (একাধিক বোলার) রয়েছে এবং তারা ম্যাচ জেতার জন্য সেরা বিকল্পগুলো বেছে নেবে। মূলত কন্ডিশনের উপর নির্ভর করবে একদশ কেমন হবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওভার বল করে ২২ রান দিলেও উইকেট শূন্য ছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে তার উপর এখনোই বিশ্বাস হারাচ্ছেন না টাইগার বোলিং কোচ।
মোস্তাফিজকে নিয়ে গিবসন বলেন, ‘ফিজ আমাদের একজন গুরুত্বপূর্ণ বোলার এবং সে যেকোনো কন্ডিশনে ভালো। সম্প্রতি আইপিএলেও সে ভালো করেছে। সে খুব দ্রুত পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সক্ষম। আমাদের বোলিং লাইনআপে সে এখনও গুরুত্বপূর্ণ খেলোয়াড়, বিশেষ করে ইনিংসের শেষ দিকে। সে বলকে সুইং করাতে পারে। ইনিংসের শেষ প্রান্তে নতুন বলের পাশাপাশি পুরনো বলেও সে আমাদের জন্য একটি অস্ত্র।’
বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]