টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনিং জুটি নিয়ে ভুগছে বাংলাদেশ। সৌম্য সরকারের পরিবর্তে নাঈম শেখ ভালো করলেও টানা ব্যর্থতার খাতায় নাম লিখাচ্ছেন অপর ওপেনার লিটন কুমার দাস। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ লিটন ফিল্ডিংয়ে করেছেন গুরুত্বপূর্ণ দুটি ক্যাচ মিস, যা দলের হারের অন্যতম কারণ।
লিটন দাসের এমন পারফরম্যান্সে সমালোচনা হচ্ছে চারদিক। দলের সিনিয়র ক্রিকেটাররা তার পক্ষ নিয়ে কথা বললেও সোশ্যাল মিডিয়ার পার পাচ্ছেন না টাইগারদের এ ওপেনার। লিটনের সমালোচনায় এবার যোগ দিলেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী (১৯৯২) ক্রিকেটার ওয়াসিম আকরাম।
আরও পড়ুন> ব্যর্থতার বৃত্তে লিটনের ঘুরপাক
বিশ্বকাপের ম্যাচ পরবর্তী বিশ্লেষণে লিটন দাসের ফর্ম নিয়ে কথা বলেছেন ওয়াসিম। সেখানে শুধু গত ম্যাচে নয়, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ থেকেই লিটন ঘুমিয়ে আছেন বলেও মন্তব্য করেছেন তিনি।
শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ বিশ্লেষণে ওয়াসিম আকরাম বলেন, ‘লিটন দাসকে তো প্রস্তুতি ম্যাচ থেকেই ঘুমিয়ে আছে বলে মনে হচ্ছে। কোয়ালিফাইং রাউন্ডেও সে রান করতে পারেনি। সে ভালো ফিল্ডিংও করছে না। আমি জানি না সে কেন দলে আছে।’
বিশ্বকাপের আগে ওমান ‘এ’ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ৫৩ রান করেছিলেন লিটন দাস। যদিও এরপর আবুধাবিতে আনুষ্ঠানিক দুই প্রস্তুতি ম্যাচে যথাক্রমে ১৬ ও ১ রান করেন তিনি। আর প্রাথমিক পর্বের ৩ ম্যাচে লিটনের ব্যাট থেকৈ এসেছে যথাক্রমে ৫, ৬ ও ২৯ রানের ইনিংস।
আরও পড়ুন> লিটন-লাহিরুকে জরিমানা
সর্বশেষ সুপার টুয়েলভে নিজেদেরন প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লিটনের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ১৬ রান। আর তার দুটি ক্যাচ মিসেই ১৭১ রান করেও দল জয়ের পথ থেকে ছিটকে গেছে।
ওয়াসিম আকরাম বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ খুব ভালো খেলেছে। শারজাহর উইকেটে তারা ১৭০ এর বেশি রান করেছে। শারজাহর উইকেট লো স্কোরিং, আইপিএলেও লো স্কোরিং হয়েছে। এরপর শ্রীলঙ্কার ৪ উইকেট ফেলেও দিয়েছিল।’
তিনি আরও বলেন, ‘৮০ এর মধ্যে ৪ উইকেট ফেলে দেওয়ার পর আসালাঙ্কা ও রাজাপাকশে থামেনি, শট খেলে গেছে। তখন না মেরে যদি ব্লক করতো তাহলে দল চাপে পরতো। তারা দু’জন সেটা হতে দেয়নি। বাংলাদেশের উপর চাপ বাড়িয়ে দারুণ খেলেছেন ওরা।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]