টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে বড় সংগ্রহ গড়েও শ্রীলঙ্কার কাছে হারের স্বাদ পেতে হয়েছে বাংলাদেশের। প্রথমে ব্যাট করে ১৭১ রানের ইনিংস দাঁড় করিয়েও জিততে না পারার কারণ হিসেবে ধরা হচ্ছে বাজে ফিল্ডিং। বিশেষ করে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে সেট হওয়া দুই ব্যাটারের দুটি ক্যাচ মিস। দুটি ক্যাচই মিস করেছেন ব্যাট হাতেও ব্যর্থ হওয়া লিটন কুমরা দাস।
১৭১ রানের ইনিংস গড়েও শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। প্রথম ১০ ওভার খেলা বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকলেও পরের দিকে বাজে ফিল্ডিং আর ক্যাচ মিসে খেলা থেকে ছিটকে পড়েন টাইগাররা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হারের টার্নিং পয়েন্ট ও প্রধান কারণ হিসেবে ক্যাচ মিসকেই দায়ী করেন দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। তিনি বলেন, ‘আমি মনে করি দুটি ক্যাচ মিস আমাদের বড় মিসটেক ছিল। তবে কাউকে ব্যক্তিগতভাবে দায় দেওয়া ঠিক হবে না।’
ম্যাচে গুরুত্বপূর্ণ দুটি ক্যাচ মিস করেছেন লিটন কুমার দাস। ম্যাচ হারের জন্য ওিই দুটি ক্যাচকে দায়ী করলেও ম্যাচ হারের জন্য ব্যক্তি লিটনকে দায়ী করতে চান না মুশফিক।
তিনি বলেন, ‘এখানে আসলে দায় দেওয়ার কিছুই নেই। ছোট-খাটো কিছু মিসটেক থাকেই। লিটন খুব ভালো ফিল্ডার, আমাদের দলের অন্যতম সেরা ফিল্ডার। আমরা ছোট-খাটো কিছু মিসটেক করেছি তাই জিততে পারিনি।’
দল হারলেও ব্যক্তিগত ইনিংসে সফল ছিলেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলার রহস্য হিসেবে তিনি বলেন, ‘শ্রীলঙ্কার সাথে ভালো খেলার কোন রহস্য নেই। আমি সব দলের সাথেই ভালো খেলার চেষ্টা করি। আশা করি অন্য দলের সাথেও আমি ভালো খেলব।’
মুশফিক আরও বলেন, ‘আমরা মনে করেছিলাম আজকের ম্যাচটাই স্পিন ভালো হবে, তাই তিনজন স্পিনার নিয়ে নেমেছিলাম। আর ডানহাতি-বামহাতি ব্যাটসম্যান নিয়ে কখনো বোলার ঠিক করি না, আজকের ম্যাচেও কিন্তু একটা চান্স তৈরি করেছিল। আমরা যদি সেই সুযোগ নিতে পারতাম তাহলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। এ ম্যাচে হারে আমি কাউকে দোষ দিতে চায় না।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]