শ্রীলঙ্কাকে ১৭২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৯ এএম, ২৫ অক্টোবর ২০২১
শ্রীলঙ্কাকে ১৭২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১৭২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭২ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ব্যাট হাতে ওপেনার নাঈম শেখের পর মুশফিকুর রহিমও তুলে নিয়েছেন হাফ-সেঞ্চুরি।

রোববার (২৪ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫তম এবং সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। মোহাম্মদ নাঈম এবং লিটন দাসের ওপেনিং জুটি থেকে ৩৮ রান পায় বাংলাদেশ। পাওয়া প্লে’র শেষ ওভারে উদ্বোধনী জুটি ভাঙে টাইগারদের।

ষষ্ঠ ওভারে পঞ্চম বলে ক্যাচবন্দি হল লিটন দাস। ১৬ বলে ২ চারে ব্যক্তিগত ১৬ রানে সাজঘরে ফিরেন তিনি। ফলে দলীয় ৪০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

লিটন চলে যাওয়ার পর নাঈমের সঙ্গী হন সাকিব আল হাসান। টাইগার অলরাইন্ডার নেমে একই ওভারে দুটি বাউন্ডারি মেরে বড় রানের ইঙ্গিত দিলেও হতাশ করেন তিনি। অষ্টম ওভারে চামিকা করুণারত্নের চতুর্থ বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন সাকিব। ৭ বল খেলা ২ চারে সাকিবের সংগ্রহ ১০ রান।

স্বল্প ব্যবধানে দুই উইকেট হারালেও মুশফিকুর রহিমকে সাথে নিয়ে রানের চাকা সচল রাখেন নাঈম। ফলে ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৭২ রান।

১৪তম ওভারের চতুর্থ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন নাঈম। ৪৪ বলে ৫টি চারের মারে ফিফটি স্পর্শ করেন নাঈম। একই সাথে দলীয় সংগ্রহ শতরান পার হয়। ১৪তম ওভার শেষে বাংলাদেশের দলীয় সংগ্রহ দাঁড়ায় ১০৭ রানে।

১৫তম ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১১৮ রান। ১৬তম ওভারে ১১ রান পায় বাংলাদেশ। তবে ১৭তম ওভারের প্রথম বলে নাঈম ফিরেন সাজঘরে। ৫২ বলে ৬ চারে ৬২ রান করেন নাঈম। টাইগারদের এ ওপেনার চলে যাওয়ায় ১২৯ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

ইনিংসের ১৯তম ওভারের প্রথম বলে টি-টোয়েন্টি ক্যরিয়ারের ষষ্ঠ ফিফটি করেন মুশফিকুর রহিম। ৩২ বলে ৪টি চার ও ২টি ছক্কায় অর্ধশত রান করেন তিনি।

মুশফিকের অর্ধশত রানের পর চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ৬ বলে ১ চারে ৭ রান করে আফিফ রান আউটে কাটা পরলে দলীয় ১৫০ রানে চতুর্থ উইকেট হারায় টাইগাররা। শেষ ওভারে ১২ রান নেওয়ায় ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৭১ রান।

মুশফিকুর রহিম ৫৭ এবং মাহমুদউল্লাহ রিয়াদ ১০ রানে অপরাজিত ছিলেন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আদিল রশিদের রেকর্ডগড়া বোলিংয়ে ক্যারিবিয়ানদের হারালো ইংল্যান্ড

আদিল রশিদের রেকর্ডগড়া বোলিংয়ে ক্যারিবিয়ানদের হারালো ইংল্যান্ড

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো অস্ট্রেলিয়া

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো অস্ট্রেলিয়া

সব দলের সাথেই আত্মবিশ্বাসী ভারত : কোহলি

সব দলের সাথেই আত্মবিশ্বাসী ভারত : কোহলি

ভারতকে হারালে পাকিস্তান ক্রিকেটারদের ভবিষ্যৎ উজ্জ্বল

ভারতকে হারালে পাকিস্তান ক্রিকেটারদের ভবিষ্যৎ উজ্জ্বল