অস্ট্রেলিয়ায় ২০২২ সালে অনুষ্ঠিতব্য আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে চলমান বিশ্বকাপে সুপার টুয়েলভে নিশ্চিত করায় অস্ট্রেলিয়া বিশ্বকাপে বাংলাদেশকে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে হবে না।
শনিবার (২৩ অক্টোবর) আইসিসি এ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়া বিশ্বকপে সরাসরি খেলা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড এবং নামিবিয়া।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমেছিল নামিবিয়া। বাছাই পর্বে গ্রুপ ‘এ’ থেকে রানার্স-আপ হয়ে সুপার টুয়েলভে ওঠেছে তারা। যার ফলে অস্ট্রেলিয়া বিশ্বকাপেও নামিবিয়াকে দেখা যাবে। ১৬ দলের বিশ্বকাপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ডের সাথে নামিবিয়াকেও দেখা যাবে।
আরও পড়ুন> সুপার টুয়েলভ নিশ্চিত করলো বাংলাদেশ
বিবৃতিতে আইসিসি জানায়, আফগানিস্তান, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ইতোমধ্যে ২০২২ বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে। কারণ এবারের বিশ্বকাপে র্যাংকিং অনুযায়ী সেরা আটে ছিল তারা। তবে দলগুলো এখনও সরাসরি সুপার টুয়েলভে খেলা যোগ্যতা অর্জন করেনি।
চলমান বিশ্বকাপের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল সরাসরি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে খেলবে। বাকি ছয় দলকে নেওয়া হবে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। চলতি বছরের ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপের ফাইনাল। ফাইনালের পরের দিন অর্থাৎ ১৫ নভেম্বর প্রকাশিত হবে নতুন টি-টোয়েন্টি র্যাঙ্কিং। সে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকা বাকি দলগুলো সরাসরি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলবে। বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান ছয় নম্বর।
র্যাঙ্কিংয়ের সেরা আটে থাকা দুই দল যদি চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয় সেক্ষেত্রে র্যাঙ্কিংয়ের দশ নম্বর দল পর্যন্ত বিবেচনা করা হবে। তাই তো বাংলাদেশের সামনে সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলার সুযোগ থাকছে।
অস্ট্রেলিয়ায় ২০২০ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে সেটি পিছিয়ে ২০২২ সালে হবে। ২০২২ সালের শুরুতে দু’টি কোয়ালিফাইং টুর্নামেন্ট থেকে বাকি চারটি স্থান পাঁচটি অঞ্চল থেকে সেরা দলদের যোগ্যতার মাধ্যমে নেওয়া হবে।
আইসিসি ইভেন্টের প্রধান ক্রিস টেটলি বলেছেন, ‘আমরা ইতোমধ্যেই পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে কিছু দুর্দান্ত প্রতিযোগিতামূলক ক্রিকেট দেখেছি। যেখানে বাংলাদেশ, নামিবিয়া, স্কটল্যান্ড এবং শ্রীলঙ্কা সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে। যার স্বীকৃতি হিসেবে ২০২২ সালে অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য জায়গা করে নিয়েছে।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]