ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বি দুই দলের ম্যাচটি নিয়ে পুরো ক্রিকেট বিশ্বই উম্মদনার মধ্যে রয়েছে। ভারতের বিপক্ষে পাকিস্তানের অতীত রেকর্ড ভালো না হলেও বিশ্বকাপের এ ম্যাচ নিয়ে বেশ আত্মবিশ্বাসী অধিনায়ক বাবর আজম। জানান, অতীতের সব ভুলে ভবিষ্যতে মনোনিবেশ করতে চান।
বাংলাদেশ সময় রোববার (২৪ অক্টোবর) রাত ৮টায় শুরু হবে ভারত-পাকিস্তানের ম্যাচ। চলমান বিশ্বকাপের দুই দলেরই এটি প্রথম ম্যাচ। এর আগে দিনের প্রথম ম্যাচে বিকেল ৪টা মুখোমুুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
বিশ্বকাপে মাঠে নামার আগে শনিবার সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সেখানে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে এক প্রশ্নের জবাবে বাবর বলেন, ‘আমরা অতীতে যা করেছি তা ভুলে গেছি। আমরা এখন ভবিষ্যতের দিকে মনোনিবেশ করার চেষ্টা করছি।’
তিনি বলেন, ‘আমরা এই ম্যাচে (ভারতের বিপক্ষে) মাঠে আরও ভালো করার চেষ্টা করবো এবং আমরা আরও ভালো ফলাফল দেওয়ার চেষ্টা করবো।’
বিশ্বকাপে নামার আগে আনুষ্ঠানিক দুটি প্রস্তুতি ম্যাচে একটিতে জয়লাভ করলেও বাকি ম্যাচে হারের স্বাদ পেয়েছে পাকিস্তান। প্রথম প্রস্তুতিতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারালেও দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে হেরে গেছে পাকিস্তান। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামতে উত্তেজিত পুরো দল।
বাবর আজম বলেন, ‘আমরা বিশ্বকাপ খেলতে খুবই উত্তেজিত। ক্যাম্পে সবাই খুব আত্মবিশ্বাসী, সবাই খুব উত্তেজিত। আপনি জানেন যে, প্রথম খেলাটি সবসময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা প্রথম খেলায় ভালো পারফরম্যান্স করার চেষ্টা করবো। আমরা পুরো ইভেন্ট এবং আসন্ন ম্যাচগুলো নিয়ে খুব আত্মবিশ্বাসী।’
বিশ্বকাপে নিজেদের শক্তির জায়গা নিয়ে বাবর বলেন, ‘আমি মনে করি এবার আমাদের মূল শক্তি ব্যাটিং। গত কয়েক মাস ধরে আমাদের ব্যাটসম্যানরা যেভাবে পারফর্ম করছে, তাতে আমি খুব আশাবাদী। আমরা আমাদের ব্যাটিংয়ের কারণে ভালো ফলাফল করতে পারবো এবং মাঠে ফলও ভালো করতে পারবো।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]