একই দিনে এশিয়ার চার জায়ান্টের লড়াই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৬ এএম, ২৪ অক্টোবর ২০২১
একই দিনে এশিয়ার চার জায়ান্টের লড়াই

বিশ্বকাপ টি-টোয়েন্টির প্রাথমিক পর্ব শেষ, লড়াই এখন ১২ দলের মূল পর্বের। সুপার টুয়েলভের খেলা মাঠে গড়াচ্ছে আজ শনিবার (২৩ অক্টোবর) থেকে। আর রোববার (২৪ অক্টোবর) দ্বিতীয় দিনের খেলায় মুখোমুখি হচ্ছে দক্ষিণ এশিয়ার চার সুপার জায়ান্ট বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত এবং পাকিস্তান।

সুপার টুয়েলভের গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে মুুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। রোববার দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ শেষে রাতের ম্যাচে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত ও পাকিস্তান। অর্থাৎ, একদিনের দক্ষিণ এশিয়ার চার সুপার জায়ান্টের খেলা দেখবে ক্রিকেট বিশ্ব।

প্রাথমিক পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ পরাজিত হলেও ওমান এবং পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার-১২ নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে প্রাথমিক পর্বে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ওমান স্কটল্যান্ডকে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। তবে ওমানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্কটল্যান্ড।

ফলে ‘বি’ গ্রুপের রানার্সআপ দল হিসেবে সুপার-১২ এ সুযোগ পেয়েছে বাংলাদেশ। আর ‘এ’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা চ্যম্পিয়ন দল হিসেবে সুপার-১২-এ সুযোগ পেয়েছে। ফলে আইসিসির নিয়ম অনুযায়ী সুপার টুয়েলভে একে অপরের প্রতিপক্ষ হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

অপরদিকে, বিশ্বকাপের হাইবোল্টেজ ম্যাচে রাত ৮ টায় মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। ম্যাচটিকে ঘিরে বিশ্বকাপের আগে থেকেই ভক্ত-সমর্থকদের মনে উৎকণ্ঠা দেখা দিয়েছে। এ ম্যাচের টিকিটও মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বিক্রির রেকর্ড গড়েছে।

উপমহাদেশের দুই চির প্রতিদ্বন্দী ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে খেলার আগে থেকেই কথার দামামা বাজা শুরু হয়। এর মধ্যে দুই দেশের সীমান্তবর্তী এলাকা জন্মু-কাশ্মিরে ঘটা গোলাগুলি নিয়ে দুই দেশের গণমাধ্যম ম্যাচ বয়কট করার নির্দেশনাও দিয়ে রেখেছে।

শুধু তাই নয়, দুই দেশের সাবেক খেলোয়াড়দের মধ্যে শুরু হয়েছে নানা কথার লড়াই। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি দুই দলের মধ্যে নিজের দেশকেই এগিয়ে রাখছেন। হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘পাকিস্তান ২০২১ সালে বেশ ভালো খেলছে।’

বাবর আজমের নেতৃত্বে থাকা দলের মধ্যে এখন বেশ ভারসাম্য রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে শোয়েব মালিকের মতো অভিজ্ঞ খেলোয়াড়ের প্রত্যাবর্তনকেও বেশ সাধুবাদ জানিয়েছেন তিনি।

পাকিস্তানের সাবেক এ অধিনায়ক বলেন, ‘মালিক অভিজ্ঞ খেলোয়াড়। গত ২১ বছর যাবৎ সে পাকিস্তান ক্রিকেটের সাথে আছে। দলে এখন বাবরের মতো ব্যাটার এবং শাহেনশাহ আফ্রিদির মতো পেসার রয়েছে। ২০২১ বিশ্বকাপে অবশ্যই ভালো করবে দল।’

এদিকে, কোহলির নেতৃত্বে থাকা ভারত চলতি বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে নামছে। দলের মেন্টর হিসেবে মহেন্দ্র সি ধোনীকে রাখা ভারত চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে কোন ছাড় দিতে নারাজ।

বিশ্বকাপে রোববার দুই ম্যাচকে ঘিরেই টানাটান উত্তেজনা বিরাজ করছে ভক্ত-সমর্থকদের মাঝে। যেখানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত এবং পাকিস্তান লক্ষ্য একটাই জয়।

বাংলাদেশ-শ্রীলঙ্কা এখন পর্যন্ত ১১টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। যার মধ্যে শ্রীলঙ্কার জয় ৭টি এবং বাংলাদেশ জয় পেয়েছে ৪টি ম্যাচে। এছাড়া বিশ্বকাপে এবারই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল।

অপরদিকে, ভারত-পাকিস্তান একে অপরের সাথে ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। যেখানে ভারতের ৭টি জয়ের বিপরীতে পাকিস্তানের জয় মাত্র ১টি। যার মধ্যে বিশ্বকাপে তিন দেখায় সবগুলোতেই ভারত জয় তুলে নিয়েছে।

 স্পোর্টসমেইল২৪/এসিআর/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জয় পেতে পাওয়ার প্লে নিয়ন্ত্রণ জরুরি : ফিঞ্চ

জয় পেতে পাওয়ার প্লে নিয়ন্ত্রণ জরুরি : ফিঞ্চ

বিশ্বকাপ সুপার টুয়েলভে বাংলাদেশের ম্যাচ সূচি

বিশ্বকাপ সুপার টুয়েলভে বাংলাদেশের ম্যাচ সূচি

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো সুপার টুয়েলভে নামিবিয়া

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো সুপার টুয়েলভে নামিবিয়া

প্রাথমিক পর্ব শেষ, এবার বিশ্বকাপের মূল লড়াই

প্রাথমিক পর্ব শেষ, এবার বিশ্বকাপের মূল লড়াই