ওমান ও সংযুক্ত আরব আমিরাতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ দিনে প্রাথমিক পর্বের গ্রুপ সিডিং নিয়ে বিভ্রন্তি দূর করলো আইসিসি। প্রাধমিক পর্বের দুই গ্রুপে তাকা শ্রীলঙ্কা ও বাংলাদেশ প্রথম রাউন্ড পেরুতে পারলেই যথাক্রমে ‘এ-১’ ও ‘বি-১’ গ্রুপে পরতো। তবে আইসিসি জানালো, গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স-আপের ভিত্তিতেই নির্ধারিত হবে দলের সিডিং।
বুধবার (২০ অক্টোবর) সংবাদ মাধ্যমে মেইল দিয়ে এ বিভ্রান্তি দূর করছে আইসিসি।
গত ১৭ অগাস্ট সূচি ঘোষণার সময় আইসিসি জানিয়েছিল, গ্রুপ ‘বি’ তে থাকা বাংলাদেশ এবং গ্রুপ ‘এ’ তে থাকা শ্রীলঙ্কা প্রথম রাউন্ড পেরুতে পারলেই যথাক্রমে সুপার টুয়েলভের রাউন্ড ২ এবং ১ এ উঠবে। রাউন্ড ২-এ যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত-পাকিস্তান-নিউ জিল্যান্ড ও আফগানিস্তান।
এছাড়া রাউন্ড-১ এ আগেই থেকে সুপার টুয়েলভ নিশ্চিত করা আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। সেক্ষেত্রে কোয়ালিফাই করতে পারলে শ্রীলঙ্কা সেই রেউন্ডে পরতো। তবে সেটি এখন আর থাকছে না।
বুধবার আইসিসি জানায়, প্রথম রাউন্ডের অবস্থানের ভিত্তিতে সুপার টুয়েলভে সিডিং নির্ধারিত হবে। অর্থাৎ, বাংলাদেশ গ্রুপ রানার্স-আপ হলে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার গ্রুপে পড়বে। আর গ্রুপ চ্যাম্পিয়ন হলে ভারত-পাকিস্তানের রাউন্ডে পরবে।
বিষয়টি নিয়ে প্রথমে বিভ্রান্তি তৈরি হয় মূলত আইসিসির দেওয়া মেইল থেকেই। যদিও তারাদের সিডিং নিয়ে প্রকাশিত গ্রাফিক্সে বিষয়টি ঠিকই ছিল। তবে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় আবারও মেইল দিয়ে পরিস্কার করলো আইসিসি।
এদিকে, প্রাথমিক পর্বে নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় গ্রুপে বাংলাদেশ দলের রানার্স-আপ হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। যদি তাই হয়, তাহলে সুপার টুয়েলভে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা। সাথে প্রাথমিক পর্বের ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল তাদের সঙ্গী হবে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]