বাংলাদেশের পর পিএনজি বধ, সুপার টুয়েলভে এগিয়ে স্কটল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২১ এএম, ২০ অক্টোবর ২০২১
বাংলাদেশের পর পিএনজি বধ, সুপার টুয়েলভে এগিয়ে স্কটল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বে বাংলাদেশকে হারানোর পর এবার পাপুয়া নিউগিনিকেও (পিএনজি) হারিয়ে দিল স্কটল্যান্ড। নিজেদের দুই ম্যাচে টানা জয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভের পথে অনেকটাই এগিয়ে গেল ইউরোপের দেশ স্কটল্যান্ড। অন্যদিকে, গ্রুপ পর্বের দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গেল পাপুয়া নিউগিনি।

মঙ্গলবার (১৯ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম ও দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ গড়ে স্কটল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের ৩ বাকি থাকতেই ১৪৮ রানে গুটিয়ে যায় পাপুয়া নিউগিনি। ফলে ১৭ রানে জয় পায় স্কটল্যান্ড।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাপুয়া নিউগিনি। দুই ওপেনার টনি উরা ২ এবং লেগা সিয়াকা ফেরেন ৯ রানে। এরপর ভালো কিছুর ইঙ্গিত দিয়েও ১১ বলে ১৮ রানে সাজঘরে ফিরেন অধিনায়ক আসাদ ভালা।

দলীয় ৩০ রানে ৩ উইকেট হারানোর পর নিজের ভুলে রানআউটে কাটা পড়েন চার্লিস আমিনি (১)। এরপর সিমোন আতাই ২ রানে ফিরেন। ফলে পাওয়ার প্লের ৬ ওভারে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাপুয়া নিউগিনি।

সেসে বাউ এর ব্যাটে কিছুটা বিপর্যয় কাটিয়ে উঠলেও ম্যাচে পাল্লা নিজেদের দিকে আতনে পারেনি পিএনজি। বাউ ফিরেন ২৩ বলে ২৪ রান। ৬৭ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় পাপুয়া নিউগিনি। তবে শেষ দিকে নরমান ভানুয়া এবং কিপলিন দরিগার ২৮ বলে ৫৩ রানের জুটিতে আবারও আশা জাগায়। ১৬ ওভার শেষে ৬ উইকেটেই ১২০ রান করে পাপুয়া নিউগিনি।

শেষ দিকে কিছুটা উত্তেজনা তৈরি হলেও পারেনি পাপুয়া নিউ গিনি। তার আগে দলীয় ১২৮ রানে নরমান ভানুয়া ৩৬ বলে ৪৭ রান করে আউট হন। আর ডোরিগা থামেন ১৮ রানে। ইনিংসের ৩ বল বাকি থাকতেই পাপুয়া নিউগিনির ইনিংস থামে ১৪৮ রানে।

প্রথম দিকে দুটির পর শেষ দিকে আরও দুই উইকেট শিকার করেন ডেভি। তবে দারুণ ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন স্কটল্যান্ডের বেরিংটন। ব্যাট হাতে তিনি খেলেছেন ৪৯ বলে ৭০ রানের ইনিংস।

এর আগে ব্যাট করতে নেমে ২৬ রানেই ২ উইকেট হারায় স্কটল্যান্ড। তবে সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্কটিশরা। ম্যাথিউ ক্রস আর রিচি বেরিংটনের ব্যাটে চড়ে ৯ উইকেটে তোলে ১৬৫ রান।

৬ চার ও ৩ ছক্কায় ৭০ রানে বেরিংটন আউট হন ১৯তম ওভারে। তবে শেষ দুই ওভারে ১৫ রান তুলতে স্কটিশরা হারায় ৬ উইকেট। যার শধ্যে শেষ ওভারেই হারায় ৪ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
স্কটল্যান্ড : ২০ ওভারে ১৬৫/৯ (মানজি ১৫, ক্রস ৪৫, বেরিংটন ৭০, ম্যাকলাউড ১০; পোকানা ৪-০-৩৭-০, আমিনি ৪-০-৪১-০, মোরোয়া ৪-০-৩১-৪, সোপার ৪-০-২৪-৩, সিয়াকা ১-০-৮-০, আটাই ৩-০-২০-১)।

পাপুয়া নিউ গিনি : ১৯.৩ ওভারে ১৪৮ (ভালা ১৮, বাউ ২৪, ভানুয়া ৪৭, ডোরিগা ১৮, সোপার ১৬; হুইল ৪-০-৪১-১, ডেভি ৩.৩-০-১৮-৪, ইভান্স ৩-০-২২-১, ওয়াট ৪-০-২৩-১, লিস্ক ২-০-১১-০, গ্রিভস ৩-০-৩১-১)।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বস’ হবেন স্পিনাররা : রশিদ খান

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বস’ হবেন স্পিনাররা : রশিদ খান

শুরুর ধাক্কা সামলে সহজেই নামিবিয়াকে হারালো শ্রীলঙ্কা

শুরুর ধাক্কা সামলে সহজেই নামিবিয়াকে হারালো শ্রীলঙ্কা

সিনিয়রদের ব্যাটিংয়ে ক্ষুব্ধ বিসিবি সভাপতি

সিনিয়রদের ব্যাটিংয়ে ক্ষুব্ধ বিসিবি সভাপতি

১২ বছরের বালিকার হাতে স্কটল্যান্ডের জার্সির ডিজাইন

১২ বছরের বালিকার হাতে স্কটল্যান্ডের জার্সির ডিজাইন