টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ায় প্রাথমিক পর্বে গ্রুপের বাকি দুই ম্যাচ বাংলাদেশের জন্য এখন বাঁচা-মরার। বিশ্বকাপে সুপার টুয়েলভে খেলার আশা বাঁচিয়ে রাখতে জয়ে বিকল্প নেই। এমন অবস্থায় মঙ্গলবার (২০ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ ওমান।
টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ এ ম্যাচটি শুরু হবে ঢাকার সময় রাত ৮টায়। প্রথম ম্যাচটিও একই সময় শুরু হয়েছিল।
বাংলাদেশের জন্য দ্বিতীয় ম্যাচটি হওয়ার কথা ছিল সুপার টুয়েলভ নিশ্চিত করতে। তবে সেটি হচ্ছে না, উল্টো বাঁচা-মরার লড়াইয়ে নামবে মাহমুদউল্লাহ রিয়াদরা। নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডোর কাছে হেরে পয়েন্ট হারিয়েছে টিম বাংলাদেশ।
বিশ্বকাপের আগে ঘরের মাঠে স্লো উইকেটে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে এ ধরনের উইকেটে খেলে বিশ্বকাপে জ্বলে ওঠা কঠিক হবে বলে আগেই সতর্ক করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। প্রথম ম্যাচে সেটিই প্রমাণিত হয়েছে।
৫৩ রানে ৬ উইকেট পতনের পরও শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪০ রানের লড়াকু সংগ্রহ গড়ে স্কটল্যান্ড। যেখানে বাংলাদেশকে ৭ উইকেটে ১৩৪ রানে আটকে রেখে জয় তুলে নেয় স্কটিশরা।
এদিকে, ওমানের বিপক্ষে ‘বাঁচা-মরার’ ম্যাচে কিছু ক্ষেত্রে পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচ হারার পর সংবাদ সম্মেলনে এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন তিনি।
টাইগার অধিনায়ক বলেন, ‘আমাদের ব্যাটিং উদ্বেগের বিষয়। আমাদের আরও ভালো ব্যাটিং করতে হবে। পরিস্থিতি যাই হোক না কেন আমাদের আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং লাইন-আপে ৯ নম্বরে মোহাম্মদ সাইফুদ্দিন পর্যন্ত আমাদের ব্যাটিং গভীরতা আছে। ওমানের বিপক্ষে আমাদের কিছু পরিবর্তন নিয়ে ভাবতে হবে।’
ধীরগতির ব্যাটিং নিয়েও কথা বলেনছে মাহমুদউল্লাহ। বলেন, ‘আমরা ইচ্ছাকৃতভাবে ধীর গতিতে ব্যাট করিনি। আমরা বাউন্ডারি মারতে পারিনি। পরের বার আমাদের আরও ভালো ব্যাটিং করতে হবে। ম্যাচ হারার পর অনেক কিছুই ওঠে আসবে। আমি মনে করি আমরা আজ ভালো খেলিনি, কিন্তু আমরা একটি ভালো টি-টোয়েন্টি দল। আমাদের সামর্থ্য আছে। আমরা যখন আমাদের সেরা ক্রিকেট খেলি, আমরা ম্যাচ জিততে পারি।’
এখন পর্যন্ত ওমানের বিপক্ষে একবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্বের রাউন্ডে ওমানের বিপক্ষে বৃষ্টি আইনে ৫৪ রানে জিতেছিল টাইগাররা। ব্যাট হাতে ৬৩ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। এ ফরম্যাটে বাংলাদেশের পক্ষে এটিই একমাত্র সেঞ্চুরি। তবে এবারের বিশ্বকাপে দলে নেই তামিম।
এদিকে, বিশ্বকাপের আগে টানা তিন ম্যাচ হারে বাংলাদেশের আত্মবিশ্বাসে চিড় ধরেছে। শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দু’টি অফিসিয়াল ম্যাচের পর এবার বিশ্বকাপে স্কটল্যান্ডের কাছে হার।
অন্যদিকে, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে ওমান। নিজেদের কন্ডিশনে খেলার কারণে ঘরের সুবিধা নিয়েছে তারা। তবে সুপার টুয়েলভে খেলা নিয়ে চিন্তায় পড়লেও কোন প্রকার ছাড় দিতে রাজি নন বাংলাদেশ।
বিশ্বকাপে বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]