টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডকে সহজে হারিয়ে যাত্রা শুরু করলো আয়ারল্যান্ড ক্রিকেট দল। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে প্রাথমিক পর্বের ‘এ’ গ্রুপের ম্যাচে নেদারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। দলের এমন জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ডাবল হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন দলের ডানহাতি পেসার কার্টিস ক্যাম্ফার।
সোমবার (১৮ অক্টোবর) দিনের প্রথম ও বিশ্বকাপের রাউন্ড ওয়ানের তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে শেষ বলে গুটিয়ে যাওয়ার আগে ১০৬ রানের সংগ্রহ গড়ে নেদারল্যান্ডস। জবাবে ব্যাট করতে নেমে ২৯ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় তুলে নেয় আয়ারল্যান্ড।
মাত্র ১০৭ রানের টার্গেট পেলেও রান তাড়ায় শুরুটা ভালো ছিল না আয়ারল্যান্ডের। দলীয় ৩৬ রানে দুই উইকেট হারায় তারা। কেভিন ও'ব্রায়েন ৯ এবং এন্ডি বালবির্নি ৮ রান করে সাজঘরে ফিরেন। এরপর অবশ্য তৃতীয় উইকেট জুটিতে ৫৯ রান পায় আইরিশরা।
ঝড়ো ইনিংসে ব্যক্তিগত ৪৪ রানে ফিরেন ডেলানি। দলীয় ৯৫ রানে তৃতীয় উইকেট হারানোর পর জয়ের জন্য তখনও প্রয়োজন ছিল ১২ রান, তবে হাতে ছিল ৪৪ বল। ফলে বাকি কাজটুকু সহজেই সারেন স্টারলিং এবং কুর্তিস ক্যাম্ফার। ৩৯ বলে ৩০ রানে স্টারলিং এবং অন্যপ্রান্তে ৭ বলে ৭ রানে নিয়ে অপরাজিত ছিলেন বল হাতে নেদারল্যান্ডস শিবিরে আতঙ্ক ছড়ানো কার্টিস ক্যাম্ফার।
এর আগে ব্যাট করতে নেমে ভালো করতে পারেনি নেদারল্যান্ডস। প্রাথমিক চাপ সামলে ইনিংসের দশম ওভারের প্রথম বল পর্যন্ত ২ উইকেটে ৫১ রান করে ডাচরা। তবে পরের চার বলে ঘটে যায় টি-টোয়েন্টি বিশ্বকাপের এক বিরল রেকর্ড।
বল হাতে পরের চার বলে কার্টিস-ক্যাম্ফার তুলে নেন চার উইকেট। এক ওভারে টানা চার উইকেট (ডাবল হ্যাটট্রিক) নিয়ে নেদারল্যান্ডসকে কোণঠাসা করে ফেলেন আইরিশ পেসার। ফলে ধুঁকতে থাকা নেদারল্যান্ডস শেষ পর্যন্ত ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ১০৬ রানে সংগ্রহ করে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]