বিশ্বকাপে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজার রেকর্ড স্পর্শ করতে যাচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেই এ রেকর্ড স্পর্শ করবেন মাহমুদউল্লাহ। আজ রোববার (১৭ অক্টোবর) দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
বিশ্বকাপের প্রথম দিন রয়েছে দু’টি ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল ৪টায় লড়বে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউ গিনি। আর বাংলাদেশ সময় রাত ৮টায় লড়বে বাংলাদেশ ও স্কটল্যান্ড।
স্কটল্যান্ডের বিপক্ষে টস করতে নামলেই অধিনায়ক মাশরাফিকে স্পর্শ করবেন রিয়াদ। এখন পর্যন্ত বাংলাদেশকে ২৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। আর ২৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ। মাশরাফির জয় ১০টি, হার ১৭টি ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। মাহমুদউল্লাহর নেতৃত্বে জয় ১৩টি, হার ১৪টি।
পিঠের ইনজুরির কারণে শুরু হতে যাওয়া বিশ্বকাপের দু’টি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি মাহমুদউল্লাহ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনে নিজের প্রথম ম্যাচে টস করতে নামছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশের বর্তমান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এখন পর্যন্ত ১০২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছন। যার মধ্যে ব্যাট হাতে ৯৪ ইনিংসে ১ হাজার ৭৭১ রান করেছেন। ক্রিকেটের এ ফরম্যাটে মাহমুদউল্লাহর সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৬৪ রান। ব্যাট হাতে ছাড়াও বল হাতে এ টাইগার অধিনায়কের উইকেট রয়েছে। ১০২ ম্যাচে তার উইকেট শিকারের সংখ্যা ৩৩টি।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]