মাশরাফির রেকর্ডে মাহমুদউল্লাহ’র স্পর্শ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২০ এএম, ১৮ অক্টোবর ২০২১
মাশরাফির রেকর্ডে মাহমুদউল্লাহ’র স্পর্শ

বিশ্বকাপে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজার রেকর্ড স্পর্শ করতে যাচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেই এ রেকর্ড স্পর্শ করবেন মাহমুদউল্লাহ। আজ রোববার (১৭ অক্টোবর) দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

বিশ্বকাপের প্রথম দিন রয়েছে দু’টি ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল ৪টায় লড়বে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউ গিনি। আর বাংলাদেশ সময় রাত ৮টায় লড়বে বাংলাদেশ ও স্কটল্যান্ড।

স্কটল্যান্ডের বিপক্ষে টস করতে নামলেই অধিনায়ক মাশরাফিকে স্পর্শ করবেন রিয়াদ। এখন পর্যন্ত বাংলাদেশকে ২৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। আর ২৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ। মাশরাফির জয় ১০টি, হার ১৭টি ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। মাহমুদউল্লাহর নেতৃত্বে জয় ১৩টি, হার ১৪টি।

পিঠের ইনজুরির কারণে শুরু হতে যাওয়া বিশ্বকাপের দু’টি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি মাহমুদউল্লাহ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনে নিজের প্রথম ম্যাচে টস করতে নামছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশের বর্তমান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এখন পর্যন্ত ১০২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছন। যার মধ্যে ব্যাট হাতে ৯৪ ইনিংসে ১ হাজার ৭৭১ রান করেছেন। ক্রিকেটের এ ফরম্যাটে মাহমুদউল্লাহর সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৬৪ রান। ব্যাট হাতে ছাড়াও বল হাতে এ টাইগার অধিনায়কের উইকেট রয়েছে। ১০২ ম্যাচে তার উইকেট শিকারের সংখ্যা ৩৩টি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ইতিহাসের দ্বারপ্রান্তে সাকিব

ইতিহাসের দ্বারপ্রান্তে সাকিব

স্পিন নির্ভরতা থেকে বের হচ্ছে বাংলাদেশ

স্পিন নির্ভরতা থেকে বের হচ্ছে বাংলাদেশ

বিশ্বকাপে মুশফিককে নিয়ে চিন্তিত নয় রিয়াদ

বিশ্বকাপে মুশফিককে নিয়ে চিন্তিত নয় রিয়াদ

বিশ্বকাপে অন্তত ১ কোটি টাকা পাওয়ার সুযোগ বাংলাদেশের

বিশ্বকাপে অন্তত ১ কোটি টাকা পাওয়ার সুযোগ বাংলাদেশের