ওমান-নিউগিনির কাতারে বাংলাদেশকে ভাবছে স্কটল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৬ এএম, ১৭ অক্টোবর ২০২১
ওমান-নিউগিনির কাতারে বাংলাদেশকে ভাবছে স্কটল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাথমিক পর্বে বাংলাদেশর প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওমান, পাপুয়া নিউ গিনির (পিএনজি)। নিজেদের গ্রুপে চার দলের মধ্যে পরিস্কারভাবে ফেবারিট বাংলাদেশ। তবে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে হেরে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অবজ্ঞা করছে স্কটল্যান্ড। দেশটি কোচ শেন বার্জার মনে করেন- মাঠের লড়াইয়ে ওমান ও পাপুয়া নিউ গিনির মতোই বাংলাদেশ ক্রিকে দল।

ওমানে রোববার (১৭ অক্টোবর) শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াই। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওমান ও পাপুয়া নিউগিনি। একই দিনে দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

মাঠেই লড়াই শুরুর আগে বাংলাদশকে নিয়ে স্কটল্যান্ডের কোচ বলেন, ‌‘নিজেদের সেরাটা খেলতে পারলে আমরা সব দলকেই বিপাকে ফেলতে পারবো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।’

টি-টোয়েন্টি ফরম্যাটে দিনের ভালো খেলা দলই শেষ হাসি হাসে। সেই তথ্যই স্মরণ দিয়ে তিনি বলেন, ‘সংক্ষিপ্ত সংস্করণে সব দলকেই কাছাকাছি নিয়ে আসে (জয়ের)। আমরা জানি, আমাদের সে সামর্থ্য আছে। নিজেদের সেরাটা দিতে পারলে যেকোনো দলকেই হারাতে পারি। তা বাংলাদেশ হোক বা ওমান ও পাপুয়া নিউ গিনি হোক।’

গ্রুপ পর্বে অন্য তিন দলের চেয়ে বাংলাদেশ স্পষ্ট ফেবারিট। তবে অন্যদের চেয়ে বাংলাদেশকে আলাদা করে দেখছেন না স্কটিশ কোচ।

তিনি বলেন, ‘গ্রুপে ম্যাচগুলোয় বাংলাদেশকে আমরা পাপুয়া নিউ গিনি বা ওমানের চেয়ে ওপরে কোথাও দেখি না। আমরা জানি, সব দলই আমাদের দিকে তেড়ে আসবে (জয়ের জন্য)। তবে আমরা প্রস্তুত।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

‘সমর্থন দিন, প্রার্থনা করুন, বিশ্বাস রাখুন’

‘সমর্থন দিন, প্রার্থনা করুন, বিশ্বাস রাখুন’

চোট কাটিয়ে বিশ্বকাপে নামতে প্রস্তুত রিয়াদ

চোট কাটিয়ে বিশ্বকাপে নামতে প্রস্তুত রিয়াদ

ব্যাট-বলে বাজে পারফরম্যান্স, শুরুর প্রস্তুতিতে হারলো বাংলাদেশ

ব্যাট-বলে বাজে পারফরম্যান্স, শুরুর প্রস্তুতিতে হারলো বাংলাদেশ

বিশ্বকাপে অন্তত ১ কোটি টাকা পাওয়ার সুযোগ বাংলাদেশের

বিশ্বকাপে অন্তত ১ কোটি টাকা পাওয়ার সুযোগ বাংলাদেশের