বিশ্বকাপে ভারতকে হারালে ‘ব্ল্যাঙ্ক-চেক’ পাবে পিসিবি!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৮ এএম, ০৯ অক্টোবর ২০২১
বিশ্বকাপে ভারতকে হারালে ‘ব্ল্যাঙ্ক-চেক’ পাবে পিসিবি!

সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বি ভারতকে হারাতে পারলে ‘ব্ল্যাঙ্ক-চেক’ পাবেন পাকিস্তানের ক্রিকেটাররা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা এমন ঘোষণা দিয়েছেন। বিশ্বকাপে ২৪ অক্টোবর মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

দুই দেশের রাজনৈতিক কারণে আইসিসির ইভেন্ট ছাড়া খেলা হয় না ভারত-পাকিস্তানে। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের বিশ্বকাপ মিলিয়ে মোট ১২ বার মুখোমুখি হয়েছে তারা। ওয়ানডেতে ৭বার এবং টি-টোয়েন্টিতে ৫বার। তবে কোন ম্যাচই জিততে পারেনি পাকিস্তান।

সর্বশেষ ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও দেখা শঙ্কা। কারণ, দেশটিতে পাকিস্তানিদের ভিসা দেওয়ার ব্যাপারে ভারত সমকারের নানা নিষেধাজ্ঞা রয়েছে। তবে বিশ্বকাপ খেলতে আসা পাকিস্তানের জাতীয় দলের খেলোয়াড়দের ভিসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল ভারত। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপটি ভারতে অনুষ্ঠিত হচ্ছে না।

আরব আমিরাতের টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৪ অক্টোবর আবারও মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ওই ম্যাচকে ঘিরে ক্রিকেট মহলে উন্মদনা ও উত্তেজনা তুঙ্গে। আইসিসি বিশ্বকােপের টিকিট ছাড়াও মাত্র এক ঘণটার মধ্যে ভারত-পাকিস্তানের ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

উত্তেজনাকর ওই ম্যাচকে ঘিরে এবার নিজ দেশের ক্রিকেটারদের মন আরও উত্তেজনা বাড়িয়ে দিলেন দেশটির ক্রিকেট বোর্ড প্রধান রমিজ রাজা। জানিয়েছেন, বিশ্বকাপে ভারতকে হারাতে পারলে ‘ব্ল্যাঙ্ক চেক’ পাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রমিজ রাজা বলেন, ‘বিশ্বকাপের ম্যাচে ভারতকে হারাতে পারলে পিসিবিকে ‘ব্ল্যাঙ্ক চেক’ দিতে রাজি হয়েছেন এক ধনী ব্যবসায়ী। ভারতকে হারাতে পারলে ওই ফাঁকা চেক উপহার পাবে পিসিবি।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে মনোবিজ্ঞানী রাখবে আইসিসি

বিশ্বকাপে মনোবিজ্ঞানী রাখবে আইসিসি

শাস্ত্রীর পথে হাটছেন ভারতীয় দলের ট্রেনার

শাস্ত্রীর পথে হাটছেন ভারতীয় দলের ট্রেনার

প্রকাশ হলো বিশ্বকাপের আম্পায়ার-ম্যাচ অফিসিয়ালদের তালিকা

প্রকাশ হলো বিশ্বকাপের আম্পায়ার-ম্যাচ অফিসিয়ালদের তালিকা

বিশ্বকাপে আবুধাবি স্টেডিয়ামে বাড়ছে দর্শকসংখ্যা

বিশ্বকাপে আবুধাবি স্টেডিয়ামে বাড়ছে দর্শকসংখ্যা