তালেবানরা রাষ্ট্রের ক্ষমতা দখলের পর আফগানিস্তানের ক্রীড়াঙ্গনে বয়ে গেছে ঝড়। পরিবর্তন করা হয়েছে দেশটির ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তাদের। ছেলেদের খেলার বিষয়ে ছাড়া দিলেও মেয়েদের নিয়ে এখনো নিশ্চুপ তালেবান। এতো কিছুর মাঝে বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান। দেশটির তারকা ক্রিকেটার রশিদ খান মনে করেন, শিরোপা জয়ে তাদের সক্ষমতাও রয়েছে।
২০০৯ সালে ওয়ানডের পর ২০১৭ সালে টেস্ট মর্যাদা লাভ করেছে আফগানরা। গত ১২ বছরে আফগান ক্রিকেটের অনেক উন্নতি হয়েছে। র্যাংকিংয়ে হয়েছে উন্নতি। শুধু তাই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ যেখানে প্রাথমিক পর্ব খেলে মূল পর্বে খেলবে সেখানে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে দেশটি।
সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাউজার্স হায়দারাবাদে হয়ে খেলছেন রশিদ খান। সেখানে তিনি জানান, আফগানিস্তান বিশ্বকাপ জয়ের লক্ষ্য স্থির করেছে। ভবিষ্যতে বিশ্বকাপ জয়ের সক্ষমতা আফগানিস্তান দলের রয়েছে।
রশিদ খান বলেন, ‘দল হিসেবে গত ১০ বছরে আমরা অনেক কিছু অর্জন করেছি। আমরা এমন একটা জায়গা থেকে এসেছি যেখানে আমাদের কোন সুযোগ সুবিধা ছিল না। আমরা সেই পর্যায় থেকে এসেছি এবং বেশ কয়েকটি বিশ্বকাপ খেলেছি। প্রত্যেক দেশেরই স্বপ্ন থাকে টেস্ট মর্যাদা পাওয়ার এবং আমরা সেটা পেয়েছি। আমরা টেস্ট খেলছি, অনেক কিছু অর্জন করেছি।’
ক্রিকেটে এখন পর্যন্ত অনেক কিছু অর্জন করলেও বিশ্বকাপ কাপের ট্রফি স্পশ করতে চায় আফগানিস্তান। দেশটির তারকা ক্রিকেটার বলেন, ‘আমাদের সক্ষমতা আছে এবং ভবিষ্যতে একদিন আমরা বিশ্বকাপ জয়ের লক্ষ্য স্থির করেছি। বিশেষ করে টি-টোয়েন্টি।’
বিশ্বকাপ জয়ের স্বপ্ন রশিদ খানের একার নয়, এটা সবার বলেও উল্লেখ করেন তিনি। বলেন, ‘এটাই সবার স্বপ্ন, সব খেলোয়াড়ের এটাই লক্ষ্য এবং এ লক্ষ্য অর্জনের সক্ষমতা আমাদের আছে। নিজেদের দক্ষমতার উপর আমাদের সে আস্থা আছে এবং আমি নিশ্চিত ভবিষ্যতে আমরা সে লক্ষ্য অর্জনে সক্ষম হবো।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]