আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার পরে স্কোয়াড ঘোষণা করলো শ্রীলঙ্কা। ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডের সাথে আরও চারজনকে রিজার্ভ রেখেছে। রোববার (১২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতের মাধ্যমে এ স্কোয়াড প্রকাশ করেছে শ্রীলঙ্কা।
ঘোাষিত স্কোয়াডে চমক হিসেবে রাখা হয়েছে ২১ বছর বয়সী রহস্যময় অফস্পিনার মাহিশ থিকশানা। লঙ্কানদের হয়ে এখন পর্যন্ত ১টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলা থিকশানার শিকার যথাক্রমে ৪টি ও ১টি উইকেট।
বিশ্বকাপে শ্রীলঙ্কার নেতৃত্বে থাকছেন দাসুন শানাকা। এছাড়া তার সহকারী হিসেবে রয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। আর লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো, আকিলা ধনঞ্জয়া ও পুলিনা থারাঙ্গাকে রাখা হয়েছে রিজার্ভ ব্রেঞ্চে।
শ্রীলঙ্কার ১৫ সদস্যের স্কোয়াডে একমাত্র আনক্যাপড ক্রিকেটার প্রবীন জয়াবিক্রমা। অন্য ফরম্যাটে দাপুটে পারফরম্যান্সের কারণে এগিয়ে রয়েছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে রেকর্ড গড়া টেস্ট অভিষেক হয়েছিল তার।
এছাড়া স্কোয়াডে পেস আক্রমণ হিসেবে দুশমান্থ চামিরার সঙ্গে রয়েছেন অভিজ্ঞ নুয়ান প্রদীপ ও অলরাউন্ডার চামিকা করুনারত্নে।
শ্রীলঙ্কার স্কোয়াড
দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা (সহ অধিনায়ক), কুশল জেনিত পেরেরা, দীনেশ চান্দিমাল, আভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশে, চারিথ আসালাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কামিন্দু মেন্ডিস, চামিকা করুনারত্নে, নুয়ান প্রদীপ, দুশমান্থ চামিরা, প্রবীন জয়াবিক্রমা, লাহিরু মাদুশাঙ্কা ও মাহিশ থিকশানা।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]