ঘোষিত দলে নির্বাচক প্যানেল যথেষ্ট আত্মবিশ্বাসী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০২ এএম, ১০ সেপ্টেম্বর ২০২১
ঘোষিত দলে নির্বাচক প্যানেল যথেষ্ট আত্মবিশ্বাসী

সংযুক্ত আরব-আমিরাতের টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে দুইজনকে স্ট্যান্ডবাই রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশের ঘোষিত দল নিয়ে আত্মবিশ্বাসী টাইগারদের নির্বাচক প্যানেল।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবদীন নান্নু। এ সময় নির্বাচক প্যানেলের বাকি দুই সদস্য হাবিবুল বাশার সুমন এবং আব্দুর রাজ্জাকও উপস্থিত ছিলেন।

স্কোয়াড ঘোষণার পর এক প্রশ্নের জবাবে নান্নু বলেন, ‌‘এ ১৭ জনের স্কোয়াড, আমরা নির্বাচক প্যানেল যথেষ্ট আত্মবিশ্বাসী এ দলের উপর। কারণ, জিম্বাবুয়ে থেকে ধারাবাহিকভাবে আমরা এই দল নিয়েই তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছি।’

তিনি আরও বলেন, ‘এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে হোমে প্রায় সব সাদা বলের সিরিজে আমরা জিতেছি। আমরা আত্মবিশ্বাসী যে, এ ধারাবাহিকতা ধরে রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ঘোষিত দল ভালো করবে।’

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সফরের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ জয় করেছে বাংলাদেশ। তবে ঘরের মাঠে স্লো উইকেটে বোলাররা ভালো করলেও ব্যাটারদের ব্যাটে রান আসছে না। ফলে বিশ্বকাপের প্রস্তুতি নিয়েও রয়েছে নানা প্রশ্ন।

টাইগারদের প্রস্তুতি নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘বিশ্বকাপ শুরু হতে প্রায় এক মাসের মতো সময় আছে। সেদিক থেকে খেলোয়াড়রা নিজেদের তৈরি করা বা রিফ্রেশিংয়ের যথেষ্ট সময় পাবে। আমিও একজন ব্যাটসম্যান ছিলাম, যদি নিজে পরিকল্পনা করে একটা সিস্টেমের মধ্যে যাওয়া যায়, অবশ্যই ভালো করতে পারবে।’

প্রাণঘাতী করোনার মাঝে আরব-আমিরাত এবং ওমানের মাঠে অক্টোবর-নভেম্বরে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।তবে বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলতে পারছে না। প্রাথমিক পর্ব পেরিয়ে মূল পর্বে খেলতে হবে।

প্রাথমিক পর্বে বাংলাদেশের ‘বি’ গ্রুপে রয়েছে স্বাগতিক ওমান, পাপুয়া নিউগিনি এবং স্কটল্যান্ড। বিশ্ব আসরে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচেই স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

বাংলাদেশ স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ।

স্ট্যান্ডবাই
আমিনুল ইসলাম বিপ্লব এবং রুবেল হোসেন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

তামিমকে বাদ দিয়েই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

তামিমকে বাদ দিয়েই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

বিশ্বকাপ স্কোয়াডে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী শামীম-শরিফুল

বিশ্বকাপ স্কোয়াডে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী শামীম-শরিফুল

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ৮ টাইগার

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ৮ টাইগার

টি-টোয়েন্টি বিশ্বকাপের সাত আসরেই খেলছেন তারা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সাত আসরেই খেলছেন তারা