টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ৮ টাইগার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫১ এএম, ১০ সেপ্টেম্বর ২০২১
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ৮ টাইগার

কোনো চমক ছাড়াই ঘোষিত হয়েছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন আট টাইগার। লিটন দাস এবং সাইফউদ্দিন ছাড়া বাকি ছয়জনের বিশ্ব আসরে খেলার কোনো অভিজ্ঞতাই নেই।

বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো বাংলাদেশকে নেতৃত্ব দিবেন মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদ ছাড়াও সিনিয়র ক্রিকেটারদের মধ্যে দলে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম।

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে দূরে থাকা তামিম ইকবাল নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়াও ২০২০ সালের মার্চের পর থেকে জাতীয় দলে ব্রাত্য হয়ে আছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

প্রথমবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন লিটন দাস, নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম এবং নাসুম আহমেদ।
sportsmail24
লিটন দাস এবং মোহাম্মদ সাইফউদ্দিন প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেলেও বিশ্বমঞ্চে খেলার অভিজ্ঞতা আছে তাদের। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের দলে ছিলেন লিটন এবং সাইফউদ্দিন।

আটজন ছাড়া সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন। এছাড়াও স্ট্যান্ডবাই হিসেবে থাকার রুবেল হোসেনে রয়েছে ছোট ফরম্যাটের তিনটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা। স্ট্যান্ডবাই হিসেবে থাকা আরেক ক্রিকেটার আমিনুল ইসলাম বিপ্লবও প্রথমবারের মতো বিশ্বকাপ দলের সঙ্গী হবেন।

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো মাঠে গড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার আরব আমিরাতে বিশ্বকাপের সপ্তম আসর অনুষ্ঠিত হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

তামিমকে বাদ দিয়েই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

তামিমকে বাদ দিয়েই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

বিশ্বকাপ স্কোয়াডে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী শামীম-শরিফুল

বিশ্বকাপ স্কোয়াডে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী শামীম-শরিফুল

ভারতের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, চমক অশ্বিন

ভারতের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, চমক অশ্বিন

নিউজিল্যান্ডের বিপক্ষেও ইতিহাস গড়লো বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষেও ইতিহাস গড়লো বাংলাদেশ