নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হওয়া নাসুম আহমেদ ইতিমধ্যে নিজের জাত চিনিয়েছেন। মার্চে অভিষেক হওয়া এই টাইগার বোলার এখন পর্যন্ত ১৩টি ম্যাচে উইকেট শিকার করেছেন ১৭টি। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের ম্যাচে হয়েছেন ম্যাচসেরা। নিজের এমন পারফরম্যান্সে দলে কতটা গুরুত্বপূর্ণ সদস্য হতে পেরেছেন সেটা নিয়ে ভাবছেন না। তবে দলে সকলের সমর্থন পেয়ে খুশি তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচের পর তিনি বলেন, ‘আসলে গুরুত্বপূর্ণ সদস্য হয়েছি কি-না জানি না। তবে দল থেকে অনেক সমর্থন পাচ্ছি। বিশেষ করে অধিনায়ক ও অভিজ্ঞরা আমাকে অনেক সমর্থন করছেন। আর এতে আমার আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে।’
তরুণ এ টাইগার ক্রিকেটার বলেন, ‘কোচও আমাকে নিয়ে ব্যক্তিগতভাবে কাজ করছেন। তার সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করি, তিনিও আমার সঙ্গে অনেক কিছু শেয়ার করেন। কালকে (মঙ্গলবার) অনুশীলনে কোচ বলছিলেন, এ উইকেটে আরেকটু আস্তে বল করলে ভালো হয়। পরে অনুশীলনে চেষ্টা করছিলাম, আর আজ ম্যাচে প্রয়োগ করার চেষ্টা করেছি।’
নিউজিল্যান্ড ক্রিকেদ দলের বিপক্ষেই অভিষেক হয়েছিল নাসুম আহমেদের। তবে ওদের ঘরের মাঠে সিরিজ হারার আক্ষেপ ছিল তার। যা এবার নিজেদের মাঠে পেয়ে পুষিয়ে নিচ্ছেন নাসুম।
নাসুম আহমেদ বলেন, ‘নিউজিল্যান্ড যখন খেলতে গিয়েছি তখন আমার টি-টোয়েন্টিতে ডেব্যু হয়। প্রথম ম্যাচে ২ উইকেট পেয়েছিলাম। তবে একটা ম্যাচেও জিততে পারিনি, একটা আক্ষেপ ছিল। আলহামদুলিল্লাহ, হোম কন্ডিশনে আমরা সিরিজ জিতছি। অনুভূতি বলতে খুব ভালো লাগছে, খুব খুশি লাগছে নিজে পারফরম্যান্সের জন্যও।’
ম্যাচ সেরা হওয়ার ম্যাচে চার ওভার বল কমে মাত্র ১০ রান দিয়ে নাসুম শিকার করেছেন চারটি উইকেট। তবে এর মাঝে ফিন অ্যালেনকে আউট করে সবচেয়ে বেশি ভালো লেগেছে বলে জানালেন নাসুম।
তিনি বলেন, ‘আমার কাছে ফিন অ্যালেনের উইকেটটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর গ্র্যান্ডহোমকে তো আমি আজ নিয়ে তিনবার আউট করলাম। অ্যালেন রিভার্স সুইপ করতে চাচ্ছিল, আমি ওই ডিলেভারিটা খুব জোরে বল করেছি আর ও মিস টাইম করেছে। আর এর আগের ম্যাচেও আমার লক্ষ্য ছিল যেন ওর উইকেটটা যেন পাই। আমার অভিষেক উইকেট ও (অ্যালেন) ছিল।
নিউজিল্যান্ড সিরিজের পর বিশ্বকাপের আগে আর কোন আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশের। ফলে অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড সিরিজকেই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নেওয়া হচ্ছে। যদিও রান না পাওয়া মিরপুরের উইকেট নিয়ে নানা কথা হচ্ছে।
নাসুম বলেন, ‘প্রস্তুতি বলতে সবচেয়ে বড় কথা আমরা ম্যাচ জিতছি। ম্যাচ জিতলে এমনিতেই আত্মবিশ্বাস উঁচুতে থাকে। বিশ্বকাপে অবশ্যই আমাদের আত্মবিশ্বাস হাই থাকবে। বিশ্বকাপে আমরা অনেক ভালো করবো আমার বিশ্বাস।’