বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১১ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২১
বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ করে ইতিহাস রচনা করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। এর আগে মিরপুরে উপস্থিত থেকে বাংলাদেশ দলের নান্দনিক খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সোনার ছেলেরা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের অনন্য ইতিহাস সৃষ্টি করেছে। এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক।’

তিনি আরও বলেন, ‘মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের এ অনন্য সন্ধিক্ষণে আমাদের জন্য এ অর্জন অত্যন্ত আনন্দের ও গর্বের। নিঃসন্দেহে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন এক অপ্রতিরোধ্য শক্তি। আশা করি সিরিজের বাকি ম্যাচগুলোতেও সাফল্যের এ ধারাবাহিকতা বজায় থাকবে।’

এর আগে প্রতিমন্ত্রী মাঠে উপস্থিত থেকে টাইগার ক্রিকেটারদের খেলা দেখেন। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ছাড়াও বোর্ডের অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ৬ উইকেটে হয় তুলে নিয়েছে বাংলাদেশ। এর আগে বোলিংয়ে অসাধারণ নৈপূণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে ৯৩ রানে অলআউট করে দিয়েছিল বাংলাদেশ। এ ম্যাচে জয় তোলার পাশাপাশি পাঁচ ম্যাচ সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ডের বিপক্ষেও ইতিহাস গড়লো বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষেও ইতিহাস গড়লো বাংলাদেশ

দুই মেডেন রেকর্ড বুকে নাসুম

দুই মেডেন রেকর্ড বুকে নাসুম

সেরা দশে ফিরলেন সাকিব

সেরা দশে ফিরলেন সাকিব

বিশ্বকাপ না খেলা তামিম খেলতে চান নেপালে

বিশ্বকাপ না খেলা তামিম খেলতে চান নেপালে