নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় ছিল না, ছিল সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড। দীর্ঘদিন পরে হলেও অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে ইতিহাস রচনা করলো বাংলাদেশ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই ৩-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করলো মাহমুদউল্লাহ রিয়াদরা।
বুধবার (৮ সেপ্টেম্বর) সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে তিন বল বাকি থাকতেই ৯৩ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। নাসুম আহমেদের পর মোস্তাফিজ রহমানের দুর্দান্ত বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় সফরকারীরা।
ইতিহাস গড়ার ম্যাচে শত রানের নীচের লক্ষ্য পেলেও ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারিয়ে ধাক্কা খেলেও ওপেনার মোহাম্মদ নাঈমের পর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দায়িত্বশীল ব্যাটিং ৫ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ।
ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৮ রানের প্রথম উইকেট হারানোর পর ৩২ রানের জোড়া উইকেট হারায় টাইগাররা।
ব্যক্তিগত ৬ রানে ওপেনার লিটন দাসের পর ৮ রানে ফিরেন সাকিব আল হাসান। এরপর খালি হাতে ফিরেন মুশফিকুর রহীম। দলীয় ৩২ রানে ৩ উইকেট হারানোর পর ওপেনার মোহাম্মদ নাঈমের সাথে ব্যাট হাতে হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
জয় থেকে ২৭ রান দূরে থাকতে রান আউটে কাটা ওপেনার নাঈম। ৩৫ বলে ২৯ রান করে ফিরেন তিনি। এরপর আফিফ হোসেন ধ্রুবকে সাথে নিয়ে বাকি কাজটুকু সারেন অধিনায়ক মাহমুদউল্লাহ।
জয়ের জন্য শেষ দুই ওভারে ১১ রানের প্রয়োজন পড়লে ১৯তম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর বাকি ৫ বলে ৩ রান নিলে শেষ ওভারে প্রয়োজন হয় মাত্র ২ রান। ইনিংসের শেষ ওভারের প্রথম বলেই চার মেরে জয় নিশ্চিত করেন মাহমুদউল্লাহ রিয়াদ।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের যাওয়া-আসার মাঝে ব্যাট হাতে একাই রান করেন উইল ইয়াং। মোস্তাফিজের বলে শেষ ওভারে আউট হওয়ার আগে ৪৬ রান করেন তিনি। মূলত তার ব্যাটেই ভর করে গুটিয়ে যাওয়ার আগে ৯৩ রানের ইনিংস গড়ে নিউজিল্যান্ড।
টাইগারদের ইতিহাস গড়া এ ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নাসুম আহমেদ। বল হাতে দুর্দান্ত এ টাইগার ক্রিকেটারের বোলিংয়ে নিউজিল্যান্ডকে শতরানের নীচে আটকে রাখে বাংলাদেশ। চার ওভার বল করে ১০ রান দিয়ে শিকার করেন ৪টি উইকেট।
নাসুম ছাড়া কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানও ৪টি উইকেট শিকার করেন। এছাড়া মেহেদী হাসান ও সাইফউদ্দিন একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ১৯.৩ ওভারে ৯৩ (অ্যালেন ১২, ল্যাথাম ২১, ইয়াং ৪৬, অ্যাজাজ ৪, টিকনার ২; নাসুম ৪-০-১০-৪, সাকিব ৪-০-২৫-০, মেহেদি ৪-১-২১-১, মোস্তাফিজ ৩.৩-০-১২-৪, সাইফ ৩-০-১৬-১)
বাংলাদেশ : ১৯.১ ওভারে ৯৬/৪ (নাঈম ২৯, লিটন ৬, সাকিব ৮, মাহমুদউল্লাহ ৪৩*, আফিফ ৬*; বেনেট ৩-০-১৭-০, অ্যাজাজ ৪-০-৯-২, ম্যাকনকি ৩.১-০-৩৪-১)।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]