নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে দুর্দান্ত বোলিং পারফর্মেন্সের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। আইসিসি টি-টোয়েন্টি বোলার র্যাঙ্কিংয়ে দুই বছর আবারও সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়া সিরিজের পর নিউজিল্যান্ড সিরিজে বোলিংয়ের ধারাবাহিকতা ধরে রাখায় র্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়েছেন আরেক স্পিনার শেখ মেহেদি হাসান। ৬৭ ধাপ এগিয়ে তার বর্তমান অবস্থান ২৪তম।
সর্বশেষ এক সপ্তাহে অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক ম্যাচগুলোতে ক্রিকেটারদের পারফর্মেন্স বিচার করে সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথম ম্যাচে ১০ রান দিয়ে ২ উইকেটে শিকার করেন তিনি। এছাড়াও একই ম্যাচে ব্যাট হাতে ২৫ রান করায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এছাড়াও বাকি দুই ম্যাচে দুই উইকেট শিকার করেন তিনি। এ পারফর্মেন্সের কারণেই তিন ধাপ এগিয়েছেন তিনি।
নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে টি-টোয়েন্টি বোলার র্যাঙ্কিংয়ে ১২তম অবস্থানে ছিলেন সাকিব আল হাসান। সিরিজের মাঝপথে তিন ধাপ এগিয়ে ৯ম স্থানে আছেন তিনি।
২০১৯ সালের অক্টোবরে নিষিদ্ধ হওয়ার সময় টি-টোয়েন্টি বোলার র্যাঙ্কিংয়ে আটে ছিলেন সাকিব। নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সময় তার র্যাঙ্কিং ছিল ২০তম।
নতুন বলে পাওয়ার প্লেতে দুর্দান্ত বোলিং করছেন শেখ মেহেদি হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তিন ম্যাচে ৪ উইকেট শিকার করেন তিনি। এতেই ৯১তম স্থান থেকে ২৪তম স্থানে উঠে এসেছেন মেহেদি। টি-টোয়েন্টি বোলার র্যাঙ্কিংয়ে অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার তাবরাইজ শামসি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]