নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। ১৫ সদস্যের স্কোয়াডে কোনো চমক না থাকলেও জায়গা পাননি অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক এবং সফরাজ আহমেদ। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি সিরিজগুলোর স্কোয়াডে থাকা ক্রিকেটারদেরকে নিয়েই বিশ্বকাপ দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন পাঁচজন ব্যাটসম্যান, দুইজন উইকেটরক্ষক, চারজন অলরাউন্ডার ও চারজন পেসার। জায়গা পাননি সাম্প্রতিক সময়ে ফর্মে থাকা ক্রিকেটার ফখর জামান। তবে মূল স্কোয়াডে না থাকলেও স্ট্যান্ডবাই হিসেবে থাকবেন।
দল নিয়ে পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম বলেন, ‘আধুনিক ব্রান্ডের টি-টোয়েন্টি ক্রিকেট খেলার জন্য সকল বিষয় খেয়াল রেখে আমার দল ঘোষণা করেছি। নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে আমাদের প্রস্তুতি শেষ হবে।’
বিশ্বকাপের গ্রুপে পাকিস্তানের প্রতিপক্ষ হিসেবে থাকবে ভারত, নিউজিল্যান্ড, আফগানিস্তান। এছাড়াও থাকবে বিশ্বকাপের বাছাইপর্ব থেকে দুইটি দল গ্রুপে যুক্ত হবে।
চলতি বছরের ২৪ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপের মূল স্কোয়াডে ১৫ জনের পাশাপাশি আরও তিনজন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে দলে সঙ্গে রাখবে পাকিস্তান।
পাকিস্তান দল
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, আজম খান, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি ও শোয়েব মাকসুদ।
স্ট্যান্ডবাই
শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির ও ফখর জামান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]