সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া বাংলাদেশ একাদশে কোন পরিবর্তন আনা না হলেও নিউজিল্যান্ড একাদশে দুটি পরিবর্তন এসেছে।
প্রথম ম্যাচ টস হেরে প্রথমে বোলিং করেছিল বাংলাদেশ। সে ম্যাচে নিউজিল্যান্ডকে মাত্র ৬০ রানে অলআউট করে ৭ উইকেটে হয় তুলে নিয়েছিল টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার নিদ্ধান্ত নিলো বাংলাদেশ।
হেরে যাওয়া প্রথম ম্যাচের নিউজিল্যান্ড একাদশ থেকে বাদ পড়েছেন ব্লেয়ার টিকনার ও জ্যাকব ডাফি। তাদের পরিবর্তে দ্বিতীয় ম্যাচের একাদশে ঢুকেছেন হামিশ বেনেট ও বেন সিয়ার্স। এছাড়া প্রথম ম্যাচে তিনজনের অভিষেক হলেও দ্বিতীয় ম্যাচে কোন অভিষেক নেই।
বাংলাদেশ একাদশ
মাহমুউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ
টম ল্যাথাম (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, টম বুন্ডেল, উইল ইয়ং, কলিন ডি গ্রান্ডহোম, হেনরি নিকোলস, কোল ম্যাকেঞ্চি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, হামিশ বেনেট ও বেন সিয়ার্স।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]