ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন। দলে ফিরেছেন সর্বশেষ সিরিজে ব্যক্তিগত কারণে না থাকা মুশফিকুর রহিম, লিটন দাস এবং আমিনুল ইসলাম বিপ্লব।
ব্যক্তিগত কারণে ঘরের মাঠের সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে ছিলেন না মুশফিকুর রহিম, লিটন দাস এবং আমিনুল ইসলাম বিপ্লব। তিন জনই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে ফিরেছেন।
বাবা-মায়ের অসুস্থতার কারণে জিম্বাবুয়ে সফরের মাঝপথেই দেশে ফেরেন মুশফিক। জিম্বাবুয়ে সফর চলাকালীন বাবার মৃত্যুর খবর শুনে দেশে ফিরেছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। শ্বশুরের অসুস্থতার কারণে দেশে ফিরেছিলেন লিটন দাস।
জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়া সিরিজের দলে ছিলেন মোহাম্মদ মিঠুন। তবে সর্বশেষ দুই সিরিজের কোনো ম্যাচেই মাঠে নামতে পারেননি তিনি। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন মিঠুন।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দুর্দান্ত পারফর্ম করলেও অস্ট্রেলিয়া সিরিজের বলার মতো কিছুই করতে পারেননি সৌম্য সরকার। তাকেও নিউজিল্যান্ড সিরিজের দলে রাখা হয়েছে।
ইনজুরি কাটিয়ে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা তামিম ইকবালকে দলে রাখেননি নির্বাচকরা। যদিও এ সিরিজের মাধ্যমেই তাকে দলে ফেরানোর পরিকল্পনা করেছিলো বোর্ড। এ সিরিজেও বিশ্রামে থাকবেন তিনি।
বাংলাদেশ স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মাহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]